রাজধানীতে ‘প্রেস’ লেখা স্কুটি আরোহী ২ নারী নিহত
নিজস্ব প্রতিবেদক | ২৬ ফেব্রুয়ারি, ২০২০ ০২:০৭
রাজধানীর বনানীর সেতু ভবনের সামনে দ্রুতগামী গাড়ি ধাক্কায় ‘প্রেস’ লেখা একটি স্কুটির আরোহী দুই নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এ তথ্য জানান। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শী এসএ টিভির সাংবাদিক বাতেন বিপ্লব দেশ রূপান্তরকে বলেন, দুই নারী সম্ভবত মারা গেছেন। তাদের সঙ্গে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। তাদের একটি মোবাইল ফোন পাওয়া গেছে সেটি লক থাকায় খোলা সম্ভব হয়নি। পরে পুলিশ ও পথচারীরা তাদের ঢামেক হাসপাতালে নিয়ে যায়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৬ ফেব্রুয়ারি, ২০২০ ০২:০৭

রাজধানীর বনানীর সেতু ভবনের সামনে দ্রুতগামী গাড়ি ধাক্কায় ‘প্রেস’ লেখা একটি স্কুটির আরোহী দুই নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এ তথ্য জানান। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শী এসএ টিভির সাংবাদিক বাতেন বিপ্লব দেশ রূপান্তরকে বলেন, দুই নারী সম্ভবত মারা গেছেন। তাদের সঙ্গে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। তাদের একটি মোবাইল ফোন পাওয়া গেছে সেটি লক থাকায় খোলা সম্ভব হয়নি। পরে পুলিশ ও পথচারীরা তাদের ঢামেক হাসপাতালে নিয়ে যায়।
শেয়ার করুন