ওয়ার্কশপে গাড়ির আগুনে কর্মচারীসহ দগ্ধ ৭
ঢামেক প্রতিনিধি | ১৬ জানুয়ারি, ২০২১ ১৭:১১
রাজধানীর গুলশান লিংক রোডে একটি গাড়ির ওয়ার্কশপে কাজ করার সময় গাড়ি থেকে আগুনে কর্মচারীসহ সাতজন দগ্ধ হয়েছে।
শনিবার বেলা ১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন গুলশান লিংক রোডে ম্যাপেলিফ ইন্টারন্যাশনাল ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- ওয়ার্কশপটির জুনিয়র ইঞ্জিনিয়ার সাকিবুল ইসলাম শিমুল (২৫), কর্মচারী জুয়েল (৩২), রবিউল ইসলাম (২৪), সুনাম (২০) ও প্রাইভেটকার চালক আলী আকবর (৫০), হায়দার আলী (২২), রুবেল হাওলাদার (২৭)।
তাদের সবাইকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসা দেওয়া হচ্ছে।
ম্যাপেলিফ ইন্টারন্যাশনাল ওয়ার্কশপের সার্ভিসিং ম্যানেজার হাবিবুর রহমান জানান, দুপুরে ওয়ার্কশপে একটি প্রাইভেটকারে কাজ করছিল কর্মচারীরা। আশপাশে আরও কিছু গাড়ির কাজ চলছিল। তখন ওই প্রাইভেটকারের ইঞ্জিন ওভার হিট হয়ে গেলে গাড়ির ভেতরে থেকে পেপার ও পলিথিনে আগুন লেগে যায়।
তিনি বলেন, মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে গাড়িটির আশপাশে থাকা কর্মচারী ও অন্য ড্রাইভাররা দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, আলী আকবরের ২০ শতাংশ, রবিউলের ১৪ শতাংশ, জুয়েলের ১৮ শতাংশ, রুবেলের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ভর্তি রাখা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. রাসেল শিকদার জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তারা পৌঁছানোর আগে আগুন নিভে যায়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ঢামেক প্রতিনিধি | ১৬ জানুয়ারি, ২০২১ ১৭:১১

রাজধানীর গুলশান লিংক রোডে একটি গাড়ির ওয়ার্কশপে কাজ করার সময় গাড়ি থেকে আগুনে কর্মচারীসহ সাতজন দগ্ধ হয়েছে।
শনিবার বেলা ১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন গুলশান লিংক রোডে ম্যাপেলিফ ইন্টারন্যাশনাল ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- ওয়ার্কশপটির জুনিয়র ইঞ্জিনিয়ার সাকিবুল ইসলাম শিমুল (২৫), কর্মচারী জুয়েল (৩২), রবিউল ইসলাম (২৪), সুনাম (২০) ও প্রাইভেটকার চালক আলী আকবর (৫০), হায়দার আলী (২২), রুবেল হাওলাদার (২৭)।
তাদের সবাইকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসা দেওয়া হচ্ছে।
ম্যাপেলিফ ইন্টারন্যাশনাল ওয়ার্কশপের সার্ভিসিং ম্যানেজার হাবিবুর রহমান জানান, দুপুরে ওয়ার্কশপে একটি প্রাইভেটকারে কাজ করছিল কর্মচারীরা। আশপাশে আরও কিছু গাড়ির কাজ চলছিল। তখন ওই প্রাইভেটকারের ইঞ্জিন ওভার হিট হয়ে গেলে গাড়ির ভেতরে থেকে পেপার ও পলিথিনে আগুন লেগে যায়।
তিনি বলেন, মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে গাড়িটির আশপাশে থাকা কর্মচারী ও অন্য ড্রাইভাররা দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, আলী আকবরের ২০ শতাংশ, রবিউলের ১৪ শতাংশ, জুয়েলের ১৮ শতাংশ, রুবেলের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ভর্তি রাখা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. রাসেল শিকদার জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তারা পৌঁছানোর আগে আগুন নিভে যায়।