হাতিরঝিলে বাড়তি পুলিশ, উত্ত্যক্তের অভিযোগে ১৬ কিশোর আটক
নিজস্ব প্রতিবেদক | ২৭ জানুয়ারি, ২০২১ ২৩:২৪
হাতিরঝিল এলাকায় বেড়াতে যাওয়া মানুষকে উত্ত্যক্ত করার অভিযোগে ১৬ বখাটে কিশোরকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। এছাড়া, হাতিরঝিলে বিনোদনপ্রেমীদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের কেউ পোশাকে আবার কেউ ছদ্মবেশে দায়িত্ব পালন করবেন।
বুধবার পুলিশ সদর সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) সোহেল রানা এ তথ্য জানান। এদিনই হাতিরঝিলে এই বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।
সোহেল রানা জানান, সম্প্রতি পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখা পরিচালিত ফেসবুক পেজে একজন অভিযোগ করেন- হাতিরঝিলে অবসর বিনোদন এবং সুন্দরভাবে সময় কাটাতে যাওয়া মানুষদের হয়রানি করছে কিছু কিশোর। অভিযোগটি গুরুত্বের সাথে বিবেচনা করে নিরাপত্তা বাড়ানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়। হাতিরঝিল থানার তাৎক্ষণিক উদ্যোগ ও তৎপরতায় মঙ্গলবার রাতে ওই এলাকায় লোকজনকে উত্ত্যক্ত করার অভিযোগে ১৬ কিশোরকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের না করে বাবা-মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, হাতিরঝিলে অবসর কাটাতে যাওয়া মানুষের বেড়ানো স্বস্তিদায়ক করার জন্য বুধবার থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ টহল দলও দায়িত্ব পালন করবে। ফলে সেখানে বেড়াতে যাওয়া মানুষের অবসর উদ্যাপন আরও নিরাপদ হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৭ জানুয়ারি, ২০২১ ২৩:২৪

হাতিরঝিল এলাকায় বেড়াতে যাওয়া মানুষকে উত্ত্যক্ত করার অভিযোগে ১৬ বখাটে কিশোরকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। এছাড়া, হাতিরঝিলে বিনোদনপ্রেমীদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের কেউ পোশাকে আবার কেউ ছদ্মবেশে দায়িত্ব পালন করবেন।
বুধবার পুলিশ সদর সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) সোহেল রানা এ তথ্য জানান। এদিনই হাতিরঝিলে এই বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।
সোহেল রানা জানান, সম্প্রতি পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখা পরিচালিত ফেসবুক পেজে একজন অভিযোগ করেন- হাতিরঝিলে অবসর বিনোদন এবং সুন্দরভাবে সময় কাটাতে যাওয়া মানুষদের হয়রানি করছে কিছু কিশোর। অভিযোগটি গুরুত্বের সাথে বিবেচনা করে নিরাপত্তা বাড়ানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়। হাতিরঝিল থানার তাৎক্ষণিক উদ্যোগ ও তৎপরতায় মঙ্গলবার রাতে ওই এলাকায় লোকজনকে উত্ত্যক্ত করার অভিযোগে ১৬ কিশোরকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের না করে বাবা-মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, হাতিরঝিলে অবসর কাটাতে যাওয়া মানুষের বেড়ানো স্বস্তিদায়ক করার জন্য বুধবার থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ টহল দলও দায়িত্ব পালন করবে। ফলে সেখানে বেড়াতে যাওয়া মানুষের অবসর উদ্যাপন আরও নিরাপদ হবে।