পুলিশের ফেইসবুক পেইজে মেসেজ পাঠিয়ে স্বামীকে ফিরে পেলেন স্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:৫৮
পরকীয়ায় আসক্ত হয়ে স্ত্রী ও শিশু সন্তান ফেলে লাপাত্তা হন এক ব্যক্তি। রাজধানীর লালবাগ থানাধীন এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী ও এক শিশু সন্তান নিয়ে থাকেন তিনি। কাউকে কিছু না বলে নিখোঁজ হওয়ায় বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত ‘বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ফেইসবুক পেইজ’ এর ইনবক্সে স্বামীর সন্ধান চেয়ে মেসেজ পাঠান তার স্ত্রী। এর পর মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং তাৎক্ষনিকভাবে লালবাগ থানার ওসি কে নির্দেশ দেন ইমরানকে খুঁজে বের করতে।
শুক্রবার বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা এসব জানান।
গত বৃহস্পতিবার ইমরান কে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ইমরান অন্য এক মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে ঘর ছাড়েন।
মো. সোহেল রানা জানান, গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত ‘বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ফেইসবুক পেইজ’ এর ইনবক্সে এক নারী মেসেজ পাঠান। তিনি লিখেন, তার স্বামী কয়েকদিন আগে কোনো এক কাজে বাইরে বেরিয়েছেন। তিনি এখনও বাসায় ফেরেননি। তার মোবাইলও বন্ধ পাচ্ছেন তিনি। প্রচন্ড উৎকন্ঠা নিয়ে তিনি পুলিশের শরনাপন্ন হয়েছেন।
মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং এই বিষয়ে তাৎক্ষনিকভাবে ওসি লালবাগ এম আশরাফ উদ্দিনকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা প্রদান করে। একইসাথে ভদ্রমহিলাকে পরামর্শ দেয় থানায় যেতে। এ বিষয়ে একটি জিডি রেকর্ড করে সাব-ইন্সপেক্টর শেখ শাহ আলম'কে দায়িত্ব দেয়া হয়।
সোহেল রানা জানান, ভদ্রমহিলার দেয়া সম্ভাব্য সকল তথ্য বিশ্লেষণ করে এবং তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এবং সিদ্ধিরগঞ্জ থানা এলাকার একাধিক স্থানে ভদ্রমহিলার স্বামীর অবস্থান নির্ণয় করা হয়। তিনি ঘন ঘন অবস্থান পাল্টাচ্ছিলেন।
মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং এর মধ্যস্থতা ও সার্বক্ষনিক সমন্বয়ের মাধ্যমে এসআই শেখ শাহ আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালায় এবং বৃহস্পতিবার ওই ব্যক্তিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকা থেকে উদ্ধার করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি অন্য এক মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত ছিল। তাই, সে নতুন প্রেমিকার টানে তার স্ত্রী ও শিশু সন্তানকে ফেলে চলে যায়।
সোহেল রানা বলেন, অবশেষে, ভদ্রমহিলা ও তার স্বামীর ইচ্ছা এবং সহযোগিতায়, লালবাগ থানা পুলিশের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়েছে এবং ওই ব্যক্তি বর্তমানে তার স্ত্রী ও সন্তানের সাথে রয়েছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:৫৮

পরকীয়ায় আসক্ত হয়ে স্ত্রী ও শিশু সন্তান ফেলে লাপাত্তা হন এক ব্যক্তি। রাজধানীর লালবাগ থানাধীন এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী ও এক শিশু সন্তান নিয়ে থাকেন তিনি। কাউকে কিছু না বলে নিখোঁজ হওয়ায় বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত ‘বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ফেইসবুক পেইজ’ এর ইনবক্সে স্বামীর সন্ধান চেয়ে মেসেজ পাঠান তার স্ত্রী। এর পর মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং তাৎক্ষনিকভাবে লালবাগ থানার ওসি কে নির্দেশ দেন ইমরানকে খুঁজে বের করতে।
শুক্রবার বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা এসব জানান।
গত বৃহস্পতিবার ইমরান কে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ইমরান অন্য এক মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে ঘর ছাড়েন।
মো. সোহেল রানা জানান, গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত ‘বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ফেইসবুক পেইজ’ এর ইনবক্সে এক নারী মেসেজ পাঠান। তিনি লিখেন, তার স্বামী কয়েকদিন আগে কোনো এক কাজে বাইরে বেরিয়েছেন। তিনি এখনও বাসায় ফেরেননি। তার মোবাইলও বন্ধ পাচ্ছেন তিনি। প্রচন্ড উৎকন্ঠা নিয়ে তিনি পুলিশের শরনাপন্ন হয়েছেন।
মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং এই বিষয়ে তাৎক্ষনিকভাবে ওসি লালবাগ এম আশরাফ উদ্দিনকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা প্রদান করে। একইসাথে ভদ্রমহিলাকে পরামর্শ দেয় থানায় যেতে। এ বিষয়ে একটি জিডি রেকর্ড করে সাব-ইন্সপেক্টর শেখ শাহ আলম'কে দায়িত্ব দেয়া হয়।
সোহেল রানা জানান, ভদ্রমহিলার দেয়া সম্ভাব্য সকল তথ্য বিশ্লেষণ করে এবং তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এবং সিদ্ধিরগঞ্জ থানা এলাকার একাধিক স্থানে ভদ্রমহিলার স্বামীর অবস্থান নির্ণয় করা হয়। তিনি ঘন ঘন অবস্থান পাল্টাচ্ছিলেন।
মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং এর মধ্যস্থতা ও সার্বক্ষনিক সমন্বয়ের মাধ্যমে এসআই শেখ শাহ আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালায় এবং বৃহস্পতিবার ওই ব্যক্তিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকা থেকে উদ্ধার করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি অন্য এক মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত ছিল। তাই, সে নতুন প্রেমিকার টানে তার স্ত্রী ও শিশু সন্তানকে ফেলে চলে যায়।
সোহেল রানা বলেন, অবশেষে, ভদ্রমহিলা ও তার স্বামীর ইচ্ছা এবং সহযোগিতায়, লালবাগ থানা পুলিশের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়েছে এবং ওই ব্যক্তি বর্তমানে তার স্ত্রী ও সন্তানের সাথে রয়েছেন।