স্ত্রীকে লেখা মুশতাক আহমেদের শেষ চিঠির অংশ
অনলাইন ডেস্ক | ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:৫৫
কারাগারে মৃত্যুবরণ করা মুশতাক আহমেদ তার স্ত্রীকে লেখা শিষ চিঠির অংশ ফেইসবুকে ভাইরাল হয়েছে। তার পারিবারিক সূত্রে চিঠির সতত্য নিশ্চিত হওয়া গেছে।
স্ত্রী লিপা আক্তারকে মুশতাক আহমেদ ওই চিঠিতে লেখেন-
''আমাদের নামে যেই মামলাই হোক, মহাদেব সাহার একটা কবিতার কয়েকটা লাইন মনে রাখবা -
"কোকিলও কি দেশদ্রোহী যদি সে আপন মনে কারো
নাম ধরে ডাকে?
বকুলও দন্ডিত হবে যদি কিনা সেও কোন নিষিদ্ধ
কবরে
একা নিরিবিলি ঝরে,
আর এই আকাশও যদি বা তাকে অকাতরে দেয় স্নিগ্ধ ছায়া
তাহলে কি আকাশের দেশপ্রেম নিয়ে কেউ
কটাক্ষ করবে অবশেষে?"
বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগারের ভেতরেই মুশতাক আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা হাসপাতালে নেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:৫৫

কারাগারে মৃত্যুবরণ করা মুশতাক আহমেদ তার স্ত্রীকে লেখা শিষ চিঠির অংশ ফেইসবুকে ভাইরাল হয়েছে। তার পারিবারিক সূত্রে চিঠির সতত্য নিশ্চিত হওয়া গেছে।
স্ত্রী লিপা আক্তারকে মুশতাক আহমেদ ওই চিঠিতে লেখেন-
''আমাদের নামে যেই মামলাই হোক, মহাদেব সাহার একটা কবিতার কয়েকটা লাইন মনে রাখবা - "কোকিলও কি দেশদ্রোহী যদি সে আপন মনে কারো
নাম ধরে ডাকে?
বকুলও দন্ডিত হবে যদি কিনা সেও কোন নিষিদ্ধ
কবরে
একা নিরিবিলি ঝরে,
আর এই আকাশও যদি বা তাকে অকাতরে দেয় স্নিগ্ধ ছায়া
তাহলে কি আকাশের দেশপ্রেম নিয়ে কেউ
কটাক্ষ করবে অবশেষে?"
বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগারের ভেতরেই মুশতাক আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা হাসপাতালে নেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।