এটিজেএফবি’র সভাপতি নাদিরা, তানজিম সাধারণ সম্পাদক
অনলাইন ডেস্ক | ৩ মার্চ, ২০২১ ১৫:৩৯
খবর ও ছবি: বাসস
অ্যাভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (এটিজেএফবি)-এর ১৩ সদস্যের নির্বাহী কমিটির ২০২১-২২ মেয়াদে এটিএন বাংলার নাদিরা কিরণ সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর মো. তানজিম আনোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটির অন্যান্যরা হলেন কালের কণ্ঠের মাসুদ রুমি (সহসভাপতি), বৈশাখী টিভির রীতা নাহার (যুগ্ম-সম্পাদক), বিটিভির মো. সাইফুল্লাহ্ সুমন (কোষাধ্যক্ষ), বণিক বার্তার মঞ্জুরুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), আরটিভির জুলহাস কবির (প্রচার ও প্রকাশনা সম্পাদক) এবং ভোরের ডাকের ইমরুল কাউসার ইমন (দপ্তর সম্পাদক)।
সংগঠনের নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন আলতাফ হোসেন (যায় যায় দিন), রাশিদুল হাসান (ডেইলি স্টার), আব্দুল্লাহ্ তুহিন (যমুনা টিভি), তৌহিদুল ইসলাম (আমাদের সময়) এবং বাতেন বিপ্লব (এশিয়ান টিভি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ফোরামের বার্ষিক সাধারণ সভা (এজিএম)-শেষে নতুন কমিটি গঠিত হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৩ মার্চ, ২০২১ ১৫:৩৯

অ্যাভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (এটিজেএফবি)-এর ১৩ সদস্যের নির্বাহী কমিটির ২০২১-২২ মেয়াদে এটিএন বাংলার নাদিরা কিরণ সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর মো. তানজিম আনোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটির অন্যান্যরা হলেন কালের কণ্ঠের মাসুদ রুমি (সহসভাপতি), বৈশাখী টিভির রীতা নাহার (যুগ্ম-সম্পাদক), বিটিভির মো. সাইফুল্লাহ্ সুমন (কোষাধ্যক্ষ), বণিক বার্তার মঞ্জুরুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), আরটিভির জুলহাস কবির (প্রচার ও প্রকাশনা সম্পাদক) এবং ভোরের ডাকের ইমরুল কাউসার ইমন (দপ্তর সম্পাদক)।
সংগঠনের নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন আলতাফ হোসেন (যায় যায় দিন), রাশিদুল হাসান (ডেইলি স্টার), আব্দুল্লাহ্ তুহিন (যমুনা টিভি), তৌহিদুল ইসলাম (আমাদের সময়) এবং বাতেন বিপ্লব (এশিয়ান টিভি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ফোরামের বার্ষিক সাধারণ সভা (এজিএম)-শেষে নতুন কমিটি গঠিত হয়।