সিনিয়রকে মেরে ছাত্রলীগ থেকে বহিষ্কৃত ৪ কর্মী
দেলাওয়ার হোসাইন | ২৫ অক্টোবর, ২০২১ ১৪:৫৬
রাজধানীর মহাখালী শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালের টিকাকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও সিনিয়রকে মারধরের অভিযোগে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের চার কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
রবিবার রাতে বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি রিপন মিয়া।
রিপন বলেন, বহিষ্কৃতরা তিতুমীর কলেজ ছাত্রলীগ কর্মী। তারা নিয়মিত মিছিল-মিটিং এ আসেন। মূলত ভ্যাকসিন নিতে গিয়ে হাসপাতালে দারোয়ান এবং ভ্যাকসিন সেবার সাথে সংশ্লিষ্টদের সঙ্গে ঝামেলা হয়।
টিকা কেন্দ্রে থাকা তিতুমীর কলেজের আরও এক সিনিয়র ছাত্রলীগ কর্মী তাদেরকে বোঝাতে চাইলে তারা উল্টো ক্ষিপ্ত হয়ে তার মাথা ফাটিয়ে দেন। যদিও ওই সিনিয়র আহত ছাত্রলীগ কর্মীর পরিচয় বলেননি তিনি।
বহিষ্কৃতরা হলেন- ছাত্রলীগ কর্মী মোরশেদ আলম, মো. রাসেদ, সাইফুল ইসলাম এবং মিঠু।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তার কারণ উল্লেখ করে আগামী ৩ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
দেলাওয়ার হোসাইন | ২৫ অক্টোবর, ২০২১ ১৪:৫৬

রাজধানীর মহাখালী শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালের টিকাকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও সিনিয়রকে মারধরের অভিযোগে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের চার কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
রবিবার রাতে বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি রিপন মিয়া।
রিপন বলেন, বহিষ্কৃতরা তিতুমীর কলেজ ছাত্রলীগ কর্মী। তারা নিয়মিত মিছিল-মিটিং এ আসেন। মূলত ভ্যাকসিন নিতে গিয়ে হাসপাতালে দারোয়ান এবং ভ্যাকসিন সেবার সাথে সংশ্লিষ্টদের সঙ্গে ঝামেলা হয়।
টিকা কেন্দ্রে থাকা তিতুমীর কলেজের আরও এক সিনিয়র ছাত্রলীগ কর্মী তাদেরকে বোঝাতে চাইলে তারা উল্টো ক্ষিপ্ত হয়ে তার মাথা ফাটিয়ে দেন। যদিও ওই সিনিয়র আহত ছাত্রলীগ কর্মীর পরিচয় বলেননি তিনি।
বহিষ্কৃতরা হলেন- ছাত্রলীগ কর্মী মোরশেদ আলম, মো. রাসেদ, সাইফুল ইসলাম এবং মিঠু।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তার কারণ উল্লেখ করে আগামী ৩ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়।