ইডেন কলেজ ছাত্রীকে হেনস্তাকারী বাসচালক ‘আটক’
দেলাওয়ার হোসাইন | ২৫ নভেম্বর, ২০২১ ২৩:৫৭
ইডেন মহিলা কলেজের ১৭-১৮ সেশন মার্কেটিং বিভাগের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে একটি বাসের চালকসহ গাড়ি আটক করেছে মিরপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য। এ ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন ওই ছাত্রী।
অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, শিক্ষার্থীকে হেনস্তাকারী পরিস্থান পরিবহনে চালককে গাড়িসহ আটক করেছে পুলিশ। এতে আমরা সবাই আনন্দিত। শিক্ষার্থীরা যেখানে শিকার হোক না কেন, জড়িতদের বিচারের আওতায় আনা হবে।
এর আগে ২৩ নভেম্বর রাতে হেনস্তার শিকার ওই শিক্ষার্থী দেশ রূপান্তরকে বলেন, ‘গত সোমবার (২২ নভেম্বর) ঢাকা কলেজে আমার পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ করে বিকেল ৩টার দিকে আনসার ক্যাম্পে (মিরপুর-১) নেমে রাস্তা পার হই। এ সময় আমি ‘পরিস্থান’ নামে একটি বাস অতিক্রম করে যায় আমাকে। রাস্তা পার হয়ে আমি আইল্যান্ডের ওপর দাঁড়াই। এরপর আমার কাছাকাছি বাসটি গতি কমিয়ে দাঁড়ায়। এ সময় আমি ছাড়া একটু দূরে একটা ছেলে ছিল। হঠাৎ বাসের ড্রাইভার জানালা দিয়ে মাথা বের করে আমাকে কুরুচিপূর্ণ ভাষায় গালি দিল। ড্রাইভার বারবার একই কথা বলতেই লাগল। কিছু বুঝে ওঠার আগেই বাসটি গতি বাড়িয়ে চলে যায়।’
তিনি আরো বলেন, ড্রাইভার মুখে রাগ নিয়ে আমাকে বলছিল বারবার একই কথা। সঙ্গে সঙ্গে আমি বাসের নম্বরটা নোট করে রাখি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
দেলাওয়ার হোসাইন | ২৫ নভেম্বর, ২০২১ ২৩:৫৭

ইডেন মহিলা কলেজের ১৭-১৮ সেশন মার্কেটিং বিভাগের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে একটি বাসের চালকসহ গাড়ি আটক করেছে মিরপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য। এ ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন ওই ছাত্রী।
অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, শিক্ষার্থীকে হেনস্তাকারী পরিস্থান পরিবহনে চালককে গাড়িসহ আটক করেছে পুলিশ। এতে আমরা সবাই আনন্দিত। শিক্ষার্থীরা যেখানে শিকার হোক না কেন, জড়িতদের বিচারের আওতায় আনা হবে।
এর আগে ২৩ নভেম্বর রাতে হেনস্তার শিকার ওই শিক্ষার্থী দেশ রূপান্তরকে বলেন, ‘গত সোমবার (২২ নভেম্বর) ঢাকা কলেজে আমার পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ করে বিকেল ৩টার দিকে আনসার ক্যাম্পে (মিরপুর-১) নেমে রাস্তা পার হই। এ সময় আমি ‘পরিস্থান’ নামে একটি বাস অতিক্রম করে যায় আমাকে। রাস্তা পার হয়ে আমি আইল্যান্ডের ওপর দাঁড়াই। এরপর আমার কাছাকাছি বাসটি গতি কমিয়ে দাঁড়ায়। এ সময় আমি ছাড়া একটু দূরে একটা ছেলে ছিল। হঠাৎ বাসের ড্রাইভার জানালা দিয়ে মাথা বের করে আমাকে কুরুচিপূর্ণ ভাষায় গালি দিল। ড্রাইভার বারবার একই কথা বলতেই লাগল। কিছু বুঝে ওঠার আগেই বাসটি গতি বাড়িয়ে চলে যায়।’
তিনি আরো বলেন, ড্রাইভার মুখে রাগ নিয়ে আমাকে বলছিল বারবার একই কথা। সঙ্গে সঙ্গে আমি বাসের নম্বরটা নোট করে রাখি।