বিআরটিএ কার্যালয়ের গেটে শিক্ষার্থীদের অবস্থান
নিজস্ব প্রতিবেদক | ৩০ নভেম্বর, ২০২১ ১৬:০৩
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বনানীতে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দপ্তরের সামনে অবস্থান নিয়েছেন।
মঙ্গলবার বেলা দেড়টার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ থেকে ৩০ শিক্ষার্থী বিআরটিএর কার্যালয়ের সামনে অবস্থান নেন।
শিক্ষার্থীদের একটি দল ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বিআরটি এ এর গেইটের সামনে বসে স্লোগান দিচ্ছেন।
বিআরটিএ ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের একজন বলেন, বাস মালিক সমিতি যেভাবে হাফ ভাড়ার ঘোষণা দিয়েছে, এটা অযৌক্তিক। আমরা এই সিদ্ধান্ত মানি না। কারণ অনেক শিক্ষার্থী সকাল ৬টার দিকে বাসা থেকে বের হতে হয়। আবার অনেক রাতে ফিরতে হয়। তাছাড়া সারাদেশেওতো শিক্ষার্থী আছে। সারাদেশে এবং ২৪ ঘণ্টা অর্ধেক ভাড়ায় বাসে চলাচলের সুযোগ দিতে হবে শিক্ষার্থীদের।’
অবস্থান কর্মসূচিতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, প্রাইমএশিয়া ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, গুলশান কমার্স কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন।
শিক্ষার্থীদের ৯ দফা দাবির মধ্যে অন্যতম হলো সব ধরনের গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া ও সড়ক আইনে কঠোর শাস্তির বিধান করা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৩০ নভেম্বর, ২০২১ ১৬:০৩

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বনানীতে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দপ্তরের সামনে অবস্থান নিয়েছেন।
মঙ্গলবার বেলা দেড়টার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ থেকে ৩০ শিক্ষার্থী বিআরটিএর কার্যালয়ের সামনে অবস্থান নেন।
শিক্ষার্থীদের একটি দল ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বিআরটি এ এর গেইটের সামনে বসে স্লোগান দিচ্ছেন।
বিআরটিএ ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের একজন বলেন, বাস মালিক সমিতি যেভাবে হাফ ভাড়ার ঘোষণা দিয়েছে, এটা অযৌক্তিক। আমরা এই সিদ্ধান্ত মানি না। কারণ অনেক শিক্ষার্থী সকাল ৬টার দিকে বাসা থেকে বের হতে হয়। আবার অনেক রাতে ফিরতে হয়। তাছাড়া সারাদেশেওতো শিক্ষার্থী আছে। সারাদেশে এবং ২৪ ঘণ্টা অর্ধেক ভাড়ায় বাসে চলাচলের সুযোগ দিতে হবে শিক্ষার্থীদের।’
অবস্থান কর্মসূচিতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, প্রাইমএশিয়া ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, গুলশান কমার্স কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন।
শিক্ষার্থীদের ৯ দফা দাবির মধ্যে অন্যতম হলো সব ধরনের গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া ও সড়ক আইনে কঠোর শাস্তির বিধান করা।