ট্রাফিক সদস্যের প্রতি বিদেশি ব্যক্তির অসদাচরণের ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক | ১৯ জানুয়ারি, ২০২২ ২৩:১৬
রাজধানীতে ট্রাফিক পুলিশের এক সদস্যের দিকে বিদেশির টাকা ছুড়ে মারার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। একে অনেকে অসদাচরণ বলে মন্তব্য করেন।
ওই ভিডিওতে দেখা যায়, বিদেশি ব্যক্তি ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে বারবার বলছেন, ‘ইউ ওয়ান্ট মানি, আই গিব ইউ দিস ...মানি (তুমি টাকা চাচ্ছ, আমি তোমাকে টাকা দিচ্ছি)।’ এই বলে তিনি টাকা ছুড়ে মারছেন।
ওই বিদেশি চীনের নাগরিক বলে জানা গেছে। একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন তিনি। ওই গাড়ি তার অফিসের।
জানা গেছে, রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগের অধীন থাকা রাওয়া ক্লাবের সামনের রাস্তায় গতকাল মঙ্গলবার এ ভিডিও ধারণ করা হয়েছে। পরে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার সাহেদ আল মাসুদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘রাওয়া ক্লাবের সামনে একটি গাড়ি থামিয়ে নথি পরীক্ষা করছিল পুলিশ। ওই গাড়িতে বিদেশি ছিলেন। পুলিশ সদস্যরা গাড়ির চালকের সঙ্গেই কথা বলছিলেন। নথি পরীক্ষায় একটু সময় লাগছিল। ওই বিদেশির হয়তো কোনো মিটিং ছিল। দেরি হওয়ার কারণে তিনি বিরক্ত হন। তার মনে হয়েছে, হয়তো চেক করছে টাকার জন্য। আমরা পরীক্ষা করে দেখেছি, তার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে কি না, তার কাছে টাকা চাওয়া হয়েছে কি না। এখন পর্যন্ত এ ধরনের তথ্য পাওয়া যায়নি।’
সাহেদ আল মাসুদ বলেন, তিনি (বিদেশি) বিরক্ত হয়ে যে কাজ করেছেন, তাতে শুধু পুলিশ নয়, দেশের ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করা হচ্ছে। কার সমস্যা ছিল, সেটি খুঁজে বের করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা বলছেন, বিদেশি নাগরিক যথাযথ আইনি প্রক্রিয়ায় তার অভিযোগ জানাতে পারতেন। তিনি তা না করে যে আচরণ করলেন তা গ্রহণযোগ্য নয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৯ জানুয়ারি, ২০২২ ২৩:১৬

রাজধানীতে ট্রাফিক পুলিশের এক সদস্যের দিকে বিদেশির টাকা ছুড়ে মারার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। একে অনেকে অসদাচরণ বলে মন্তব্য করেন।
ওই ভিডিওতে দেখা যায়, বিদেশি ব্যক্তি ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে বারবার বলছেন, ‘ইউ ওয়ান্ট মানি, আই গিব ইউ দিস ...মানি (তুমি টাকা চাচ্ছ, আমি তোমাকে টাকা দিচ্ছি)।’ এই বলে তিনি টাকা ছুড়ে মারছেন।
ওই বিদেশি চীনের নাগরিক বলে জানা গেছে। একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন তিনি। ওই গাড়ি তার অফিসের।
জানা গেছে, রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগের অধীন থাকা রাওয়া ক্লাবের সামনের রাস্তায় গতকাল মঙ্গলবার এ ভিডিও ধারণ করা হয়েছে। পরে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার সাহেদ আল মাসুদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘রাওয়া ক্লাবের সামনে একটি গাড়ি থামিয়ে নথি পরীক্ষা করছিল পুলিশ। ওই গাড়িতে বিদেশি ছিলেন। পুলিশ সদস্যরা গাড়ির চালকের সঙ্গেই কথা বলছিলেন। নথি পরীক্ষায় একটু সময় লাগছিল। ওই বিদেশির হয়তো কোনো মিটিং ছিল। দেরি হওয়ার কারণে তিনি বিরক্ত হন। তার মনে হয়েছে, হয়তো চেক করছে টাকার জন্য। আমরা পরীক্ষা করে দেখেছি, তার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে কি না, তার কাছে টাকা চাওয়া হয়েছে কি না। এখন পর্যন্ত এ ধরনের তথ্য পাওয়া যায়নি।’
সাহেদ আল মাসুদ বলেন, তিনি (বিদেশি) বিরক্ত হয়ে যে কাজ করেছেন, তাতে শুধু পুলিশ নয়, দেশের ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করা হচ্ছে। কার সমস্যা ছিল, সেটি খুঁজে বের করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা বলছেন, বিদেশি নাগরিক যথাযথ আইনি প্রক্রিয়ায় তার অভিযোগ জানাতে পারতেন। তিনি তা না করে যে আচরণ করলেন তা গ্রহণযোগ্য নয়।