গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্পন্ন ‘বিটিআই ফায়ার সেফটি ইভেন্ট’
নিজস্ব প্রতিবেদক | ২৩ জানুয়ারি, ২০২২ ১৯:২৯
প্রতিষ্ঠার পর থেকে, বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড ভূমিকম্প প্রতিরোধ, অগ্নি নিরাপত্তাসহ বিভিন্ন নিরাপত্তাবিষয়ক ব্যবস্থা বাস্তবায়নে ডিজাইন এবং স্থাপত্য আধুনিকায়নের ওপর কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠানটি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে অগ্নিঝুঁকি মোকাবিলায় সতর্কতামূলক এবং দুর্যোগ-নিয়ন্ত্রণ প্রশিক্ষণ সবার জন্য বাধ্যতামূলক হওয়া উচিত যা সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নিশ্চিত করা যাবে।
বিটিআই গ্রাহকদের নিরাপত্তার বিষয়ে বরাবরই সচেতন। তাই তারা বেশ কিছু ক্লায়েন্টের সঙ্গে জুমের মাধ্যমে শনিবার ‘অগ্নি নিরাপত্তা ব্যবস্থা’ নামক একটি সতর্কতামূলক সেশনের আয়োজন করে।
অনুষ্ঠানটির সম্মানিত স্পিকার ও সঞ্চালক ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আইয়ুব আনসারি, পিএসসি, (অব.)। যিনি বিটিআইয়ের ভারপ্রাপ্ত এএমডি এবং হাউস অফ বিটিআই-এর অস্ত্রপাতি, বিস্ফোরক ও অগ্নিনির্বাপক বিশেষজ্ঞ।
এ ছাড়াও অতিথি বক্তা হিসেবে ছিলেন মেজর একেএম শাকিল নেওয়াজ, (অব.), প্রাক্তন পরিচালক, অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স, বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি।
জুম সেশনটি দুপুর ১২টায় শুরু হয়ে আড়াইটায় শেষ হয়। অংশগ্রহণকারীরা এই উদ্যোগটির বেশ প্রশংসা করেছেন এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত আরও ব্যাপক প্রচারাভিযানের পরিকল্পনাকে উৎসাহিত করেন।
বিটিআই অদূর ভবিষ্যতে এ ধরনের আরো সচেতনতামূলক ইভেন্ট করার পরিকল্পনা করছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৩ জানুয়ারি, ২০২২ ১৯:২৯

প্রতিষ্ঠার পর থেকে, বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড ভূমিকম্প প্রতিরোধ, অগ্নি নিরাপত্তাসহ বিভিন্ন নিরাপত্তাবিষয়ক ব্যবস্থা বাস্তবায়নে ডিজাইন এবং স্থাপত্য আধুনিকায়নের ওপর কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠানটি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে অগ্নিঝুঁকি মোকাবিলায় সতর্কতামূলক এবং দুর্যোগ-নিয়ন্ত্রণ প্রশিক্ষণ সবার জন্য বাধ্যতামূলক হওয়া উচিত যা সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নিশ্চিত করা যাবে।
বিটিআই গ্রাহকদের নিরাপত্তার বিষয়ে বরাবরই সচেতন। তাই তারা বেশ কিছু ক্লায়েন্টের সঙ্গে জুমের মাধ্যমে শনিবার ‘অগ্নি নিরাপত্তা ব্যবস্থা’ নামক একটি সতর্কতামূলক সেশনের আয়োজন করে।
অনুষ্ঠানটির সম্মানিত স্পিকার ও সঞ্চালক ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আইয়ুব আনসারি, পিএসসি, (অব.)। যিনি বিটিআইয়ের ভারপ্রাপ্ত এএমডি এবং হাউস অফ বিটিআই-এর অস্ত্রপাতি, বিস্ফোরক ও অগ্নিনির্বাপক বিশেষজ্ঞ।
এ ছাড়াও অতিথি বক্তা হিসেবে ছিলেন মেজর একেএম শাকিল নেওয়াজ, (অব.), প্রাক্তন পরিচালক, অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স, বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি।
জুম সেশনটি দুপুর ১২টায় শুরু হয়ে আড়াইটায় শেষ হয়। অংশগ্রহণকারীরা এই উদ্যোগটির বেশ প্রশংসা করেছেন এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত আরও ব্যাপক প্রচারাভিযানের পরিকল্পনাকে উৎসাহিত করেন।
বিটিআই অদূর ভবিষ্যতে এ ধরনের আরো সচেতনতামূলক ইভেন্ট করার পরিকল্পনা করছে।