হোটেল ইন্টারকন্টিনেন্টালের ছাদ থেকে পড়ে প্রকৌশলীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | ২৫ মে, ২০২২ ১৮:২৮
রাজধানীর শাহবাগে অবস্থিত আন্তর্জাতিক তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের ছাদ থেকে পড়ে সুব্রত সাহা (৫২) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টার মধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ছাদ থেকে পড়ে তার মুত্যু হয় বলে পুলিশের ধারণা।
রমনা থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রকৌশলী সুব্রত সাহা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কর্মরত ছিলেন।
তিনি জানান, সকাল সাড়ে ৯টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন।
ওসি বলেন, তিনি হোটেল ছাদ থেকে কীভাবে পড়েছেন, কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে- না কি তিনি আত্মহত্যা করেছেন, এসব বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। এ বিষয়ে তদন্ত ছাড়া কিছু বলা যাবে না।
রমনা থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ডিপ্লোমা প্রকৌশলী সুব্রত সাহাকে ৯টার পরে লিফটে টপ ফ্লোরে উঠতে দেখা যায়। ১১টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ পাই।
প্রকৌশলীর ছাদ থেকে পড়ে গিয়ে মারা যাওয়ার ঘটনাকে ‘রহস্যজনক’ উল্লেখ করে তিনি জানান, বিকালের দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ঘটনাস্থলে এসে তথ্য সংগ্রহ শুরু করেছে।
নিহত সুব্রত সাহার গ্রামের বাড়ি চাঁদপুরে। প্রকৌশলীর এ মৃত্যুর বিষয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বক্তব্য পাওয়া যায়নি। হোটেলের কমিউনিকেশন বিভাগ এ ব্যাপারে ব্রিফ করবে বলে জানানো হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৫ মে, ২০২২ ১৮:২৮

রাজধানীর শাহবাগে অবস্থিত আন্তর্জাতিক তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের ছাদ থেকে পড়ে সুব্রত সাহা (৫২) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টার মধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ছাদ থেকে পড়ে তার মুত্যু হয় বলে পুলিশের ধারণা।
রমনা থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রকৌশলী সুব্রত সাহা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কর্মরত ছিলেন।
তিনি জানান, সকাল সাড়ে ৯টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন।
ওসি বলেন, তিনি হোটেল ছাদ থেকে কীভাবে পড়েছেন, কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে- না কি তিনি আত্মহত্যা করেছেন, এসব বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। এ বিষয়ে তদন্ত ছাড়া কিছু বলা যাবে না।
রমনা থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ডিপ্লোমা প্রকৌশলী সুব্রত সাহাকে ৯টার পরে লিফটে টপ ফ্লোরে উঠতে দেখা যায়। ১১টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ পাই।
প্রকৌশলীর ছাদ থেকে পড়ে গিয়ে মারা যাওয়ার ঘটনাকে ‘রহস্যজনক’ উল্লেখ করে তিনি জানান, বিকালের দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ঘটনাস্থলে এসে তথ্য সংগ্রহ শুরু করেছে।
নিহত সুব্রত সাহার গ্রামের বাড়ি চাঁদপুরে। প্রকৌশলীর এ মৃত্যুর বিষয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বক্তব্য পাওয়া যায়নি। হোটেলের কমিউনিকেশন বিভাগ এ ব্যাপারে ব্রিফ করবে বলে জানানো হয়।