শাহজালালে ৮ কেজি সোনাসহ বিমান কর্মী আটক
নিজস্ব প্রতিবেদক | ২৬ মে, ২০২২ ০৮:৪৩
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট কেজি ওজনের পাঁচটি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। বুধবার রাতে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটক হওয়া আব্দুল আজিজ আকন্দ বাংলাদেশ বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টারের কর্মী। ক্যাটারিং সার্ভিসের গেটের সামনে থেকেই তাকে আটক করা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় সোনার বারগুলো লুকানো ছিল।
ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার মো. সানোয়ারুল কবির জানান, দুপুর ১টার দিকে ক্যাটারিং সেন্টারে প্রবেশ করতেই বাধার মুখে পড়তে হয় কাস্টমস কর্মকর্তাদের। দুটি গেটের একটি দিয়েও তাদের ঢুকতে দেওয়া হয়নি। ক্যাটারিং সেন্টারে টালবাহানা করা হয়। এরপর জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের মাধ্যমে ক্যাটারিং সেন্টারে ঢোকেন কাস্টমস কর্মকর্তারা। তখন সেন্টার থেকে জানানো হয়, আব্দুল আজিজ দুপুর ১টা ৪৯ মিনিটের দিকে অফিস থেকে বেরিয়ে গেছেন। এরপর দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত ক্যাটারিং অফিসের গেটের সামনে কাস্টমসের দুই ব্যক্তি নজরদারিতে থাকেন। রাত ৮টার দিকে আজিজ ক্যাটারিং অফিসের গেটের সামনে এলে এনএসআইয়ের সহযোগিতায় কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৬ মে, ২০২২ ০৮:৪৩

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট কেজি ওজনের পাঁচটি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। বুধবার রাতে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটক হওয়া আব্দুল আজিজ আকন্দ বাংলাদেশ বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টারের কর্মী। ক্যাটারিং সার্ভিসের গেটের সামনে থেকেই তাকে আটক করা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় সোনার বারগুলো লুকানো ছিল।
ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার মো. সানোয়ারুল কবির জানান, দুপুর ১টার দিকে ক্যাটারিং সেন্টারে প্রবেশ করতেই বাধার মুখে পড়তে হয় কাস্টমস কর্মকর্তাদের। দুটি গেটের একটি দিয়েও তাদের ঢুকতে দেওয়া হয়নি। ক্যাটারিং সেন্টারে টালবাহানা করা হয়। এরপর জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের মাধ্যমে ক্যাটারিং সেন্টারে ঢোকেন কাস্টমস কর্মকর্তারা। তখন সেন্টার থেকে জানানো হয়, আব্দুল আজিজ দুপুর ১টা ৪৯ মিনিটের দিকে অফিস থেকে বেরিয়ে গেছেন। এরপর দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত ক্যাটারিং অফিসের গেটের সামনে কাস্টমসের দুই ব্যক্তি নজরদারিতে থাকেন। রাত ৮টার দিকে আজিজ ক্যাটারিং অফিসের গেটের সামনে এলে এনএসআইয়ের সহযোগিতায় কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করেন।