ছাত্রলীগের হামলায় সুপ্রিম কোর্ট বারে আইনজীবী ও বিচারপ্রার্থী আহতের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক | ২৬ মে, ২০২২ ১৪:০৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল এলাকা থেকে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষ সুপ্রিম কোর্ট এলাকায় গড়িয়েছে। এ সময় কয়েকজন আইনজীবী ও বিচারপ্রার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। পরে তা পার্শ্ববর্তী এলাকায়ও ছড়িয়ে পড়ে। এ সময় বার ভবনের সামনে ছাত্রদল কর্মীদের ওপর হামলা করে ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শী এক আইনজীবী জানান, ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মীরা অতর্কিতে সুপ্রিম কোট বার ভবনের সামনে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর ওপর হামলা করে।
এ সময় কয়েকজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় বার ভবন ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনার পরপরই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছে অভিযোগ তুলে সম্প্রতি রাজপথে আন্দোলন করছে ছাত্রদল। এ নিয়ে গত মঙ্গলবার (২৪ মে) ছাত্রদল মিছিল নিয়ে ঢাবি ক্যাম্পাসে ঢুকতে চাইলে তাদের বাধা দেয় ছাত্রলীগ। তখন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ছাত্রদলের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।
মঙ্গলবারের ঘটনাকে ঘিরে বিশ্ববিদ্যালয় জুড়ে উত্তেজনা বিরাজ করছে। আজ সকাল থেকেই ছাত্রদলকে প্রতিহত করার জন্য লাঠিসোঁটা হাতে পুরো ক্যাম্পাসে মহড়া দিতে দেখা গেছে বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৬ মে, ২০২২ ১৪:০৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল এলাকা থেকে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষ সুপ্রিম কোর্ট এলাকায় গড়িয়েছে। এ সময় কয়েকজন আইনজীবী ও বিচারপ্রার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। পরে তা পার্শ্ববর্তী এলাকায়ও ছড়িয়ে পড়ে। এ সময় বার ভবনের সামনে ছাত্রদল কর্মীদের ওপর হামলা করে ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শী এক আইনজীবী জানান, ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মীরা অতর্কিতে সুপ্রিম কোট বার ভবনের সামনে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর ওপর হামলা করে।
এ সময় কয়েকজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় বার ভবন ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনার পরপরই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছে অভিযোগ তুলে সম্প্রতি রাজপথে আন্দোলন করছে ছাত্রদল। এ নিয়ে গত মঙ্গলবার (২৪ মে) ছাত্রদল মিছিল নিয়ে ঢাবি ক্যাম্পাসে ঢুকতে চাইলে তাদের বাধা দেয় ছাত্রলীগ। তখন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ছাত্রদলের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।
মঙ্গলবারের ঘটনাকে ঘিরে বিশ্ববিদ্যালয় জুড়ে উত্তেজনা বিরাজ করছে। আজ সকাল থেকেই ছাত্রদলকে প্রতিহত করার জন্য লাঠিসোঁটা হাতে পুরো ক্যাম্পাসে মহড়া দিতে দেখা গেছে বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের।