বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বিরূপ মন্তব্যকারী জাবি শিক্ষকের শাস্তি দাবি
জাবি প্রতিনিধি | ৩ জুলাই, ২০২২ ২২:২৭
বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অজিত কুমার মজুমদারকে অবিলম্বে চাকরিচ্যুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি।
রবিবার (৩ জুলাই) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেহেদী হাসান।
এ ছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাসহ সংগঠনটির কেন্দ্রীয়, মহানগর, জেলা, প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ড ও মুক্তিযুদ্ধ প্রজন্মের নেতৃবৃন্দ।
মানববন্ধনে কমিটির সভাপতি মেহেদী হাসান বলেন, এর আগে কোটা আন্দোলনের সময়ও অনেক শিক্ষক এমন কাজ করেছেন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। এরা একই চক্র, এদের প্রতিহত করতে হবে। আমরা অজিত কুমার মজুমদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এক সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি মেনে না নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় মানববন্ধনে বক্তারা আরো বলেন, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন না করলে আজ অজিত কুমার মজুমদাররা এ অবস্থান কোথায় পেতেন।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত মুক্তিযোদ্ধা শিক্ষকদের চাকরির মেয়াদ এক বছর বাড়ানোর সিদ্ধান্ত পরিবর্তন করে অবসর গ্রহণের বয়স ৬৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেয়ার জন্য সিনেট সভার আলোচ্যসূচিতে উল্লেখ করা হয়। এ সময় আলোচ্যসূচি নিয়ে মতামত দিতে গিয়ে অধ্যাপক অজিত কুমার মজুমদার মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
জাবি প্রতিনিধি | ৩ জুলাই, ২০২২ ২২:২৭

বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অজিত কুমার মজুমদারকে অবিলম্বে চাকরিচ্যুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি।
রবিবার (৩ জুলাই) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেহেদী হাসান।
এ ছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাসহ সংগঠনটির কেন্দ্রীয়, মহানগর, জেলা, প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ড ও মুক্তিযুদ্ধ প্রজন্মের নেতৃবৃন্দ।
মানববন্ধনে কমিটির সভাপতি মেহেদী হাসান বলেন, এর আগে কোটা আন্দোলনের সময়ও অনেক শিক্ষক এমন কাজ করেছেন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। এরা একই চক্র, এদের প্রতিহত করতে হবে। আমরা অজিত কুমার মজুমদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এক সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি মেনে না নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় মানববন্ধনে বক্তারা আরো বলেন, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন না করলে আজ অজিত কুমার মজুমদাররা এ অবস্থান কোথায় পেতেন।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত মুক্তিযোদ্ধা শিক্ষকদের চাকরির মেয়াদ এক বছর বাড়ানোর সিদ্ধান্ত পরিবর্তন করে অবসর গ্রহণের বয়স ৬৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেয়ার জন্য সিনেট সভার আলোচ্যসূচিতে উল্লেখ করা হয়। এ সময় আলোচ্যসূচি নিয়ে মতামত দিতে গিয়ে অধ্যাপক অজিত কুমার মজুমদার মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।