রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজ অভিযোগে থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক | ৩ জুলাই, ২০২২ ২৩:০৬
রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াহিদ হাসান (২১) নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন বলে পরিবার দাবি করে।
এ ঘটনায় রোববার মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ শিক্ষার্থীর বড় ভাই নাহিদ হাসান।
তিনি বলেন, শনিবার সকাল ১০টায় ক্লাসের কথা বলে আদাবরের নবোদয় হাউজিংয়ের বাসা থেকে বের হয় ওয়াহিদ। তার দুপুর ১২টায় ক্লাস ছিল। সাধারণত সন্ধ্যা ৭টার মধ্যে বাসায় ফেরে। কখনো কখনো দেরি হলে সে ফোন করে জানায়। আমরা তার সহপাঠীদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে সে বিশ্ববিদ্যালয়েও যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমরা তার মোবাইলের সর্বশেষ অবস্থান দুপুর ১১টায় শ্যামলিতে ছিল বলে জানতে পেরেছি।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার সহকারী উপপরিদর্শক মো. আব্দুল্লাহ ফারুক বলেন, এ ঘটনায় একটি জিডি হয়েছে। আমরা নিখোঁজ শিক্ষার্থীর বিষয়ে এখনো কোনো খবর পাইনি। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৩ জুলাই, ২০২২ ২৩:০৬

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াহিদ হাসান (২১) নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন বলে পরিবার দাবি করে।
এ ঘটনায় রোববার মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ শিক্ষার্থীর বড় ভাই নাহিদ হাসান।
তিনি বলেন, শনিবার সকাল ১০টায় ক্লাসের কথা বলে আদাবরের নবোদয় হাউজিংয়ের বাসা থেকে বের হয় ওয়াহিদ। তার দুপুর ১২টায় ক্লাস ছিল। সাধারণত সন্ধ্যা ৭টার মধ্যে বাসায় ফেরে। কখনো কখনো দেরি হলে সে ফোন করে জানায়। আমরা তার সহপাঠীদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে সে বিশ্ববিদ্যালয়েও যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমরা তার মোবাইলের সর্বশেষ অবস্থান দুপুর ১১টায় শ্যামলিতে ছিল বলে জানতে পেরেছি।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার সহকারী উপপরিদর্শক মো. আব্দুল্লাহ ফারুক বলেন, এ ঘটনায় একটি জিডি হয়েছে। আমরা নিখোঁজ শিক্ষার্থীর বিষয়ে এখনো কোনো খবর পাইনি। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।