বিডিআরসিএস’র চেয়ারম্যানকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক | ৫ জুলাই, ২০২২ ১৯:৪০
দ্বিতীয়বারের মতো আইএফআরসি’র গভর্নিং বোর্ডের সদস্য নির্বাচিত হলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব। এ উপলক্ষে বিডিআরসিএস’র চেয়ারম্যানকে সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রেড ক্রিসেন্ট সোসাইটি, হলি ফ্যামিলি হাসপাতাল, মেডিকেল ও নার্সিং কলেজের পক্ষ থেকে তাকে ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে অভিনন্দন জানানো হয়। পরে সোসাইটির সকল ইউনিটের যুব ও স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে উত্তরীয় পরানো হয় চেয়ারম্যানকে।
সোসাইটির কোষাধ্যক্ষ এম এ ছালাম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহাসচিব কাজী শফিকুল আযম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, উপ-মহাসচিব, বিভিন্ন বিভাগের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, হলি ফ্যামিলি হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, আইএফআরসি, আইসিআরসি ও পার্টনার সোসাইটির প্রতিনিধিরা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৫ জুলাই, ২০২২ ১৯:৪০

দ্বিতীয়বারের মতো আইএফআরসি’র গভর্নিং বোর্ডের সদস্য নির্বাচিত হলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব। এ উপলক্ষে বিডিআরসিএস’র চেয়ারম্যানকে সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রেড ক্রিসেন্ট সোসাইটি, হলি ফ্যামিলি হাসপাতাল, মেডিকেল ও নার্সিং কলেজের পক্ষ থেকে তাকে ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে অভিনন্দন জানানো হয়। পরে সোসাইটির সকল ইউনিটের যুব ও স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে উত্তরীয় পরানো হয় চেয়ারম্যানকে।
সোসাইটির কোষাধ্যক্ষ এম এ ছালাম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহাসচিব কাজী শফিকুল আযম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, উপ-মহাসচিব, বিভিন্ন বিভাগের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, হলি ফ্যামিলি হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, আইএফআরসি, আইসিআরসি ও পার্টনার সোসাইটির প্রতিনিধিরা।