ভোটের প্রচারে নেমে আঙুল গেল অলির ছেলের
চট্টগ্রাম ব্যুরো | ১৬ ডিসেম্বর, ২০১৮ ১০:২৩
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে নির্বাচনী প্রচারণার সময় ২০ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের ছেলে ওমর ফারুক সানির ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার দুপুরে সাতকানিয়া থানার তেমুহনী এলাকায় এ ঘটনায় সানির বাম হাতের একটি আঙুল কেটে ফেলে হামলাকারীরা।
হামলায় কেওচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ, তার বড়ভাই আব্দুস সালাম ও ছেলে আব্দুল গফুরসহ ১৫ জন আহত হয়েছেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল কবির দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্নেল অলির নির্বাচনী মিডিয়া সেলের সমন্বয়ক মো. জসিম দেশ রূপান্তরকে জানান, শনিবার দুপুরে অলি আহমদের পক্ষে তার ছেলে ওমর ফারুক সানি গণসংযোগে বের হন। তেমুহনী এলাকায় গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।
তিনি বলেন, দুর্বৃত্তরা সানির বাম হাতের আঙুল কেটে ফেলে। রক্তাক্ত অবস্থায় তাকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বিকেলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই শীলাব্রত বড়ুয়া বলেন, “আহতাবস্থায় বিকেল ৫টার দিকে সানিকে হাসপাতালে আনা হয়। কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর সন্ধ্যা ৬টার দিকে তাকে হাসপাতাল থেকে প্রাইভেট হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা।”
তিনি আরো বলেন, “সানি শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়েছেন।”
সাতকানিয়া থানার ওসি শফিউল কবির বলেন, “দুপুর পৌনে ২টার দিকে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। কে বা কারা হামলা চালিয়েছে, আমরা তা তদন্ত করে দেখছি। এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।”
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চট্টগ্রাম ব্যুরো | ১৬ ডিসেম্বর, ২০১৮ ১০:২৩

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে নির্বাচনী প্রচারণার সময় ২০ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের ছেলে ওমর ফারুক সানির ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার দুপুরে সাতকানিয়া থানার তেমুহনী এলাকায় এ ঘটনায় সানির বাম হাতের একটি আঙুল কেটে ফেলে হামলাকারীরা।
হামলায় কেওচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ, তার বড়ভাই আব্দুস সালাম ও ছেলে আব্দুল গফুরসহ ১৫ জন আহত হয়েছেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল কবির দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্নেল অলির নির্বাচনী মিডিয়া সেলের সমন্বয়ক মো. জসিম দেশ রূপান্তরকে জানান, শনিবার দুপুরে অলি আহমদের পক্ষে তার ছেলে ওমর ফারুক সানি গণসংযোগে বের হন। তেমুহনী এলাকায় গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।
তিনি বলেন, দুর্বৃত্তরা সানির বাম হাতের আঙুল কেটে ফেলে। রক্তাক্ত অবস্থায় তাকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বিকেলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই শীলাব্রত বড়ুয়া বলেন, “আহতাবস্থায় বিকেল ৫টার দিকে সানিকে হাসপাতালে আনা হয়। কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর সন্ধ্যা ৬টার দিকে তাকে হাসপাতাল থেকে প্রাইভেট হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা।”
তিনি আরো বলেন, “সানি শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়েছেন।”
সাতকানিয়া থানার ওসি শফিউল কবির বলেন, “দুপুর পৌনে ২টার দিকে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। কে বা কারা হামলা চালিয়েছে, আমরা তা তদন্ত করে দেখছি। এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।”