বিশ্ব রক্তদাতা দিবসে কণিকা'র সম্মাননা প্রদান
নিজস্ব প্রতিবেদক | ১৪ জুন, ২০১৯ ২২:৪৫
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে লায়ন্স অডিটোরিয়ামে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা জানিয়েছে কণিকা।
দিবসটি উপলক্ষে শুক্রবার চট্টগ্রাম নগরী খুলশী লায়ন্স চক্ষু হাসপাতাল সম্মেলন কক্ষে এই সম্মাননা জানানো হয়। মোট ৭০ জন স্বেচ্ছায় রক্তদাতাকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া, মাদকবিরোধী অভিযান ও সন্ত্রাস রোধে বিশেষ ভূমিকা রাখায় কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মহসিনকে (পিপিএম) সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি, সাংবাদিক সিফায়াত উল্লাহ সিফাতকে স্বেচ্ছায় রক্তদানে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টিতে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল্লাহ, উপ-পুলিশ কমিশনার জনাব এস এম মোস্তাইন হোসাইন বিপিএম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব চৌধুরী ফরিদ। আলোচক হিসেবে ছিলেন চমেক এর রক্তরোগ বিভাগের অধ্যাপক ডা. শাহেদ আহমদ চৌধুরী এবং চবি আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদ।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সায়েম, সকল উপস্থিত অতিথিবৃন্দ ও স্বেচ্ছায় রক্তদাতাদের ধন্যবাদ জানিয়ে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে সবাইকে এভাবেই কণিকার পাশে থাকার অনুরোধ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নাবিলা আফরোজ এবং তাসলিমা আক্তার পপি।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৪ জুন, ২০১৯ ২২:৪৫

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে লায়ন্স অডিটোরিয়ামে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা জানিয়েছে কণিকা।
দিবসটি উপলক্ষে শুক্রবার চট্টগ্রাম নগরী খুলশী লায়ন্স চক্ষু হাসপাতাল সম্মেলন কক্ষে এই সম্মাননা জানানো হয়। মোট ৭০ জন স্বেচ্ছায় রক্তদাতাকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া, মাদকবিরোধী অভিযান ও সন্ত্রাস রোধে বিশেষ ভূমিকা রাখায় কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মহসিনকে (পিপিএম) সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি, সাংবাদিক সিফায়াত উল্লাহ সিফাতকে স্বেচ্ছায় রক্তদানে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টিতে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল্লাহ, উপ-পুলিশ কমিশনার জনাব এস এম মোস্তাইন হোসাইন বিপিএম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব চৌধুরী ফরিদ। আলোচক হিসেবে ছিলেন চমেক এর রক্তরোগ বিভাগের অধ্যাপক ডা. শাহেদ আহমদ চৌধুরী এবং চবি আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদ।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সায়েম, সকল উপস্থিত অতিথিবৃন্দ ও স্বেচ্ছায় রক্তদাতাদের ধন্যবাদ জানিয়ে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে সবাইকে এভাবেই কণিকার পাশে থাকার অনুরোধ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নাবিলা আফরোজ এবং তাসলিমা আক্তার পপি।