চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যায় আ.লীগ নেতা গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো | ৫ আগস্ট, ২০১৯ ০৮:৪২
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার রাতে ঢাকার বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাসুম চট্টগ্রাম নগরীর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈন উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় মাসুমকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দিদারুল আলম মাসুমের ব্যক্তিগত দু’টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়। পরে গত শনিবার (৩ আগস্ট) দুপুরে খুলশী থানায় গিয়ে ব্যক্তিগত অস্ত্রগুলো জমা দেন আওয়ামী লীগের এই নেতা।
২০১৭ সালের ৬ অক্টোবর সকালে নগরীর দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে। এ ঘটনায় সুদীপ্তর বাবা মেঘনাথ বিশ্বাস বাবুল বাদী হয়ে সদরঘাট থানায় অজ্ঞাতপরিচয় সাত-আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের এক বছর পর বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালত পিবিআইকে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়। গত বছরের নভেম্বর মাসে পিবিআই মামলার তদন্ত শুরু করে।
শেয়ার করুন
চট্টগ্রাম ব্যুরো | ৫ আগস্ট, ২০১৯ ০৮:৪২

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার রাতে ঢাকার বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাসুম চট্টগ্রাম নগরীর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈন উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় মাসুমকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দিদারুল আলম মাসুমের ব্যক্তিগত দু’টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়। পরে গত শনিবার (৩ আগস্ট) দুপুরে খুলশী থানায় গিয়ে ব্যক্তিগত অস্ত্রগুলো জমা দেন আওয়ামী লীগের এই নেতা।
২০১৭ সালের ৬ অক্টোবর সকালে নগরীর দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে। এ ঘটনায় সুদীপ্তর বাবা মেঘনাথ বিশ্বাস বাবুল বাদী হয়ে সদরঘাট থানায় অজ্ঞাতপরিচয় সাত-আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের এক বছর পর বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালত পিবিআইকে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়। গত বছরের নভেম্বর মাসে পিবিআই মামলার তদন্ত শুরু করে।