ডায়াপারকে মানবভ্রূণ বলে ফেইসবুকে প্রচার, গ্রেপ্তার ১
চট্টগ্রাম ব্যুরো | ১২ নভেম্বর, ২০১৯ ২০:১১
সাঈদ হোসেন কানন
পরিত্যক্ত ডায়াপারকে মানবভ্রূণ বলে ফেইসবুকে ভিডিও এবং ছবি প্রচার করে গুজব ছড়ানোর অভিযোগে চট্টগ্রাম থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
সোমবার রাতে সাঈদ হোসেন কানন (২৭) নামে ওই যুবককে চট্টগ্রাম স্টেশন রোডের হোটেল এলিনার সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামের হামিরাবাগ গ্রামে। নগরীর রেয়াজউদ্দিন বাজারের বানিয়াটিলা এলাকায় একটি ডিমের দোকানে কর্মচারী।
এ ঘটনায় মো. পারভেজ (২৫) নামের আরেকজন পলাতক আছে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, কাজির দেউড়ি রেডিসন ব্লু হোটেল ও জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের মাঝামাঝি পরিত্যক্ত স্থানে ময়লা-আবর্জনার মধ্যে কয়েকটি ডায়াপার বৃষ্টিতে ভিজে ফুলে গিয়েছিল। আটক কানন ও পারভেজ মিলে ডায়াপারের ছবি তুলে ও ভিডিও করে ধারাবর্ণনা দিয়ে সেগুলোকে নবজাতক এবং ভ্রূণ উল্লেখ করে ফেইসবুকে প্রচার করে।
হোটেল রেডিসন থেকে অবৈধভাবে জন্ম নেওয়া শিশু ফেলে দেওয়া হয়েছে বলে বর্ণনা দেন কানন। স্পর্শকাতর বিষয়টি সেদিনই ফেইসবুকে ভাইরাল হয় বলে জানান ওসি মহসীন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কানন পুলিশের স্বীকার করেছে, তারা জেনেশুনে ফেইসবুকে মিথ্যা তথ্য প্রচার করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে এই কাজ করেছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চট্টগ্রাম ব্যুরো | ১২ নভেম্বর, ২০১৯ ২০:১১

পরিত্যক্ত ডায়াপারকে মানবভ্রূণ বলে ফেইসবুকে ভিডিও এবং ছবি প্রচার করে গুজব ছড়ানোর অভিযোগে চট্টগ্রাম থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
সোমবার রাতে সাঈদ হোসেন কানন (২৭) নামে ওই যুবককে চট্টগ্রাম স্টেশন রোডের হোটেল এলিনার সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামের হামিরাবাগ গ্রামে। নগরীর রেয়াজউদ্দিন বাজারের বানিয়াটিলা এলাকায় একটি ডিমের দোকানে কর্মচারী।
এ ঘটনায় মো. পারভেজ (২৫) নামের আরেকজন পলাতক আছে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, কাজির দেউড়ি রেডিসন ব্লু হোটেল ও জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের মাঝামাঝি পরিত্যক্ত স্থানে ময়লা-আবর্জনার মধ্যে কয়েকটি ডায়াপার বৃষ্টিতে ভিজে ফুলে গিয়েছিল। আটক কানন ও পারভেজ মিলে ডায়াপারের ছবি তুলে ও ভিডিও করে ধারাবর্ণনা দিয়ে সেগুলোকে নবজাতক এবং ভ্রূণ উল্লেখ করে ফেইসবুকে প্রচার করে।
হোটেল রেডিসন থেকে অবৈধভাবে জন্ম নেওয়া শিশু ফেলে দেওয়া হয়েছে বলে বর্ণনা দেন কানন। স্পর্শকাতর বিষয়টি সেদিনই ফেইসবুকে ভাইরাল হয় বলে জানান ওসি মহসীন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কানন পুলিশের স্বীকার করেছে, তারা জেনেশুনে ফেইসবুকে মিথ্যা তথ্য প্রচার করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে এই কাজ করেছে।