পুঁথি গবেষক ইসহাক চৌধুরী মারা গেছেন
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | ২৪ নভেম্বর, ২০২০ ০৮:৪৩
বিশিষ্ট পুঁথি গবেষক মুহাম্মদ ইসহাক চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম নগরীর সার্জিস্কোপ হাসপাতালে ইসহাক চৌধুরী মারা যান। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস ছাড়াও হৃদরোগে ভুগছিলেন।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০টায় নিজ গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের দক্ষিণ হুলাইনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মুহাম্মদ ইসহাক চৌধুরী একাধারে লেখক, গবেষক ও পুঁথি সংগ্রাহক ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিবলিওগ্রাফার হিসেবে অবসর গ্রহণ করে গবেষণাকর্মে নিয়োজিত ছিলেন।
ইসহাক চৌধুরী খ্যাতিমান পুঁথিবিশারদ আবদুস সাত্তার চৌধুরীর ছেলে। তিনি মুন্সি আবদুল করিম সাহিত্যবিশারদের আত্মীয় ও অনুসারী ছিলেন।
বাংলা পুঁথি সাহিত্যের গবেষণায় অবদান রাখার জন্য নানা পুরস্কারে ভূষিত হয়েছেন ইসহাক চৌধুরী।
গত বছরের ফেব্রুয়ারিতে লোকসংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা দেয় পুঁথি গবেষক ইসহাক চৌধুরীকে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | ২৪ নভেম্বর, ২০২০ ০৮:৪৩

বিশিষ্ট পুঁথি গবেষক মুহাম্মদ ইসহাক চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম নগরীর সার্জিস্কোপ হাসপাতালে ইসহাক চৌধুরী মারা যান। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস ছাড়াও হৃদরোগে ভুগছিলেন।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০টায় নিজ গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের দক্ষিণ হুলাইনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মুহাম্মদ ইসহাক চৌধুরী একাধারে লেখক, গবেষক ও পুঁথি সংগ্রাহক ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিবলিওগ্রাফার হিসেবে অবসর গ্রহণ করে গবেষণাকর্মে নিয়োজিত ছিলেন।
ইসহাক চৌধুরী খ্যাতিমান পুঁথিবিশারদ আবদুস সাত্তার চৌধুরীর ছেলে। তিনি মুন্সি আবদুল করিম সাহিত্যবিশারদের আত্মীয় ও অনুসারী ছিলেন।
বাংলা পুঁথি সাহিত্যের গবেষণায় অবদান রাখার জন্য নানা পুরস্কারে ভূষিত হয়েছেন ইসহাক চৌধুরী।
গত বছরের ফেব্রুয়ারিতে লোকসংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা দেয় পুঁথি গবেষক ইসহাক চৌধুরীকে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন।