ধানের শীষে জনগণের সাড়া দেখে সরকারি দল দিশেহারা : শাহাদাত
চট্টগ্রাম ব্যুরো | ১১ জানুয়ারি, ২০২১ ২১:২৮
ধানের শীষের গণসংযোগে জনগণের অভূতপূর্ব সাড়া দেখে সরকারি দল দিশেহারা হয়ে পড়েছে। তারা নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। দলীয় ক্যাডার লেলিয়ে দিয়ে জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিএনপির বিরুদ্ধে মিথ্যা বিষোদ্গার শুরু করেছেন। আগামী ২৭ জানুয়ারি জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এসব মিথ্যাচারের জবাব দেবে।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত ডা. শাহাদাত হোসেন সোমবার নগরীর চান্দগাঁও ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন।
চসিক নির্বাচনী প্রচারণার চতুর্থ দিনে সোমবার বিকেল নগরীর বহদ্দারহাট হক মার্কেটের সামনে থেকে গণসংযোগ শুরু করেন বিএনপির মেয়র প্রাথী। বহদ্দারহাট বাস টার্মিনাল, পুরাতন চান্দগাঁও থানা, মৌলভি পুকুর পাড়, ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরি, বাহির সিগন্যাল মোড়ে গিয়ে তা শেষ হয়। সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে তার সঙ্গে গণসংযোগে অংশ নেন।
এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান সহ নগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা এ সময় তাঁর সঙ্গে ছিলেন।
গণসংযোগকালে ডা. শাহাদাত বলেন, চান্দগাঁওবাসীর প্রতি সরকার বিমাতাসুলভ আচরণ করেছে, এখানে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। ১২ বছরের শাসনামলে আওয়ামী লীগ কালুরঘাট সেতু পূনঃনির্মাণ করতে ব্যর্থ হয়েছে। আমি মেয়র নির্বাচিত হলে এই নির্বাচনী এলাকাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করে শান্তির জনপদে পরিণত করব।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ উল্লাহ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য হারুন জামান, মাহাবুবুল আলম, আর ইউ চৌধুরী শাহীন, আনোয়ার হোসেন লিপু, গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ প্রমুখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চট্টগ্রাম ব্যুরো | ১১ জানুয়ারি, ২০২১ ২১:২৮

ধানের শীষের গণসংযোগে জনগণের অভূতপূর্ব সাড়া দেখে সরকারি দল দিশেহারা হয়ে পড়েছে। তারা নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। দলীয় ক্যাডার লেলিয়ে দিয়ে জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিএনপির বিরুদ্ধে মিথ্যা বিষোদ্গার শুরু করেছেন। আগামী ২৭ জানুয়ারি জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এসব মিথ্যাচারের জবাব দেবে।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত ডা. শাহাদাত হোসেন সোমবার নগরীর চান্দগাঁও ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন।
চসিক নির্বাচনী প্রচারণার চতুর্থ দিনে সোমবার বিকেল নগরীর বহদ্দারহাট হক মার্কেটের সামনে থেকে গণসংযোগ শুরু করেন বিএনপির মেয়র প্রাথী। বহদ্দারহাট বাস টার্মিনাল, পুরাতন চান্দগাঁও থানা, মৌলভি পুকুর পাড়, ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরি, বাহির সিগন্যাল মোড়ে গিয়ে তা শেষ হয়। সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে তার সঙ্গে গণসংযোগে অংশ নেন।
এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান সহ নগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা এ সময় তাঁর সঙ্গে ছিলেন।
গণসংযোগকালে ডা. শাহাদাত বলেন, চান্দগাঁওবাসীর প্রতি সরকার বিমাতাসুলভ আচরণ করেছে, এখানে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। ১২ বছরের শাসনামলে আওয়ামী লীগ কালুরঘাট সেতু পূনঃনির্মাণ করতে ব্যর্থ হয়েছে। আমি মেয়র নির্বাচিত হলে এই নির্বাচনী এলাকাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করে শান্তির জনপদে পরিণত করব।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ উল্লাহ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য হারুন জামান, মাহাবুবুল আলম, আর ইউ চৌধুরী শাহীন, আনোয়ার হোসেন লিপু, গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ প্রমুখ।