ফাঁসি দিবসে বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের প্রতি শ্রদ্ধা
চট্টগ্রাম ব্যুরো | ১২ জানুয়ারি, ২০২১ ২০:০৮
ব্রিটিশবিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্য সেনের ৮৭তম ফাঁসি দিবসে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম বিপ্লব ও বিপ্লবী স্মৃতি সংরক্ষণ পরিষদসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জের জে এম সেন হল প্রাঙ্গণে মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তিতে এ শ্রদ্ধা জানানো হয়।
এ সময় নাট্যজন প্রদীপ দেওয়ানজী বলেন, চট্টগ্রাম যুববিদ্রোহের ৯০ বছর পেরিয়ে গেছে। এতদিনেও বিপ্লবের স্মৃতিবিজড়িত স্থান, বিপ্লবীদের বাড়িঘর ও ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে সরকার কোনো উদ্যোগ নেয়নি। সূর্য সেনের নামে চট্টগ্রামে কোনো স্থাপনা নেই। এমনকি যাত্রামোহন সেনগুপ্ত ও দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের বাড়ি দখল-ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমরা সব বিপ্লবীর স্মৃতি সংরক্ষণের দাবি জানাচ্ছি।
এ সময় চট্টগ্রাম বিপ্লব ও বিপ্লবী স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক আলমগীর সবুজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, পরিষদ সদস্য সাইদুল ইসলাম, প্রীতম দাশ, সদস্য সচিব মিঠুন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চট্টগ্রাম ব্যুরো | ১২ জানুয়ারি, ২০২১ ২০:০৮
.jpg)
ব্রিটিশবিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্য সেনের ৮৭তম ফাঁসি দিবসে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম বিপ্লব ও বিপ্লবী স্মৃতি সংরক্ষণ পরিষদসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জের জে এম সেন হল প্রাঙ্গণে মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তিতে এ শ্রদ্ধা জানানো হয়।
এ সময় নাট্যজন প্রদীপ দেওয়ানজী বলেন, চট্টগ্রাম যুববিদ্রোহের ৯০ বছর পেরিয়ে গেছে। এতদিনেও বিপ্লবের স্মৃতিবিজড়িত স্থান, বিপ্লবীদের বাড়িঘর ও ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে সরকার কোনো উদ্যোগ নেয়নি। সূর্য সেনের নামে চট্টগ্রামে কোনো স্থাপনা নেই। এমনকি যাত্রামোহন সেনগুপ্ত ও দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের বাড়ি দখল-ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমরা সব বিপ্লবীর স্মৃতি সংরক্ষণের দাবি জানাচ্ছি।
এ সময় চট্টগ্রাম বিপ্লব ও বিপ্লবী স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক আলমগীর সবুজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, পরিষদ সদস্য সাইদুল ইসলাম, প্রীতম দাশ, সদস্য সচিব মিঠুন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।