সিএমপির শুটিং ক্লাবের প্রতিযোগিতা
চট্টগ্রাম ব্যুরো | ১২ জানুয়ারি, ২০২১ ২২:১১
চট্টগ্রাম মেট্রোপলিটন শুটিং ক্লাবের উদ্যোগে রানার ফ্রেন্ডশিপ শুটিং কম্পিটিশন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের সভাপতি সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। আয়োজনটির সহযোগিতায় রানার অটোমোবাইল লিমিটেড।
মঙ্গলবার সকালে নগরীর দামপাড়ায় নগর পুলিশ লাইনসে এ প্রতিযোগিতা হয়। ক্লাব শুটার, পুলিশ অফিসার পুরুষ ও নারী এ তিন ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয়।
সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ ধরনের সফল প্রতিযোগিতা আয়োজন করার জন্য রানার অটোমোবাইল লিমিটেডকে ধন্যবাদ জানান। ক্লাবের কার্যক্রমকে গতিশীল ও বেগবান করার জন্য যেকোনো ধরনের উদ্যোগকে স্বাগত জানান। প্রতিযোগিতায় সিএমপি কমিশনার ‘বাইশ রাইফেল হ্যাঙ্গিং পটেটো’ ক্যাটাগরিতে ফিফটি-ফিফটি পেয়ে প্রথম স্থান অর্জন করেন।
১৯৮৪ সালে ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়। ১৯৯০ সালে এ ক্লাবের শুটার আতিকুর রহমান কমনওয়েলথ গেমস শুটিং প্রতিযোগিতায় প্রথম স্বর্ণপদক অর্জন করেন। পরে ক্লাবের শুটার সাবরিনা সুলতানাও স্বর্ণপদক জেতেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চট্টগ্রাম ব্যুরো | ১২ জানুয়ারি, ২০২১ ২২:১১

চট্টগ্রাম মেট্রোপলিটন শুটিং ক্লাবের উদ্যোগে রানার ফ্রেন্ডশিপ শুটিং কম্পিটিশন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের সভাপতি সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। আয়োজনটির সহযোগিতায় রানার অটোমোবাইল লিমিটেড।
মঙ্গলবার সকালে নগরীর দামপাড়ায় নগর পুলিশ লাইনসে এ প্রতিযোগিতা হয়। ক্লাব শুটার, পুলিশ অফিসার পুরুষ ও নারী এ তিন ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয়।
সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ ধরনের সফল প্রতিযোগিতা আয়োজন করার জন্য রানার অটোমোবাইল লিমিটেডকে ধন্যবাদ জানান। ক্লাবের কার্যক্রমকে গতিশীল ও বেগবান করার জন্য যেকোনো ধরনের উদ্যোগকে স্বাগত জানান। প্রতিযোগিতায় সিএমপি কমিশনার ‘বাইশ রাইফেল হ্যাঙ্গিং পটেটো’ ক্যাটাগরিতে ফিফটি-ফিফটি পেয়ে প্রথম স্থান অর্জন করেন।
১৯৮৪ সালে ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়। ১৯৯০ সালে এ ক্লাবের শুটার আতিকুর রহমান কমনওয়েলথ গেমস শুটিং প্রতিযোগিতায় প্রথম স্বর্ণপদক অর্জন করেন। পরে ক্লাবের শুটার সাবরিনা সুলতানাও স্বর্ণপদক জেতেন।