চট্টগ্রামে ৭ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক | ২৭ নভেম্বর, ২০২১ ১২:৫৬
করোনাভাইরাসে চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।
সংক্রমণ হার ০ দশমিক ৫০ শতাংশ। এ দিন জেলায় কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরীর সাত ল্যাবে গতকাল শুক্রবার চট্টগ্রামের ১ হাজার ৩৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়।
নতুন ৭ আক্রান্তের মধ্যে শহরের ৪ জন ও দুই উপজেলার ৩ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে ১ জন ও আনোয়ারায় ২ জন।
জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২ হাজার ৩৮৫ জন। সংক্রমিতদের মধ্যে ৭৪ হাজার ৭৮ জন শহরের ও ২৮ হাজার ৩০৭ জন গ্রামের।
গতকাল করোনায় কেউ মারা যায়নি। জেলায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৩১ জনই রয়েছে। এতে শহরের ৭২৩ ও গ্রামের ৬০৮ জন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৭ নভেম্বর, ২০২১ ১২:৫৬

করোনাভাইরাসে চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।
সংক্রমণ হার ০ দশমিক ৫০ শতাংশ। এ দিন জেলায় কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরীর সাত ল্যাবে গতকাল শুক্রবার চট্টগ্রামের ১ হাজার ৩৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়।
নতুন ৭ আক্রান্তের মধ্যে শহরের ৪ জন ও দুই উপজেলার ৩ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে ১ জন ও আনোয়ারায় ২ জন।
জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২ হাজার ৩৮৫ জন। সংক্রমিতদের মধ্যে ৭৪ হাজার ৭৮ জন শহরের ও ২৮ হাজার ৩০৭ জন গ্রামের।
গতকাল করোনায় কেউ মারা যায়নি। জেলায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৩১ জনই রয়েছে। এতে শহরের ৭২৩ ও গ্রামের ৬০৮ জন।