ল্যান্ডিং গিয়ারে সমস্যা, পাইলটের দক্ষতায় বিমানের অবতরণ
অনলাইন ডেস্ক | ১ ডিসেম্বর, ২০২১ ২২:৪১
পাইলটের দক্ষতায় ল্যান্ডিং গিয়ার কাজ না করা- বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে উড়োজাহাজটি প্রথমে বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৬১৭ ফ্লাইটটি ৪২ যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। কিন্তু চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের আগমুহূর্তে ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়।
এরপরই উড়োজাহাজটি আকাশে কয়েকবার চক্কর দিতে থাকে। এ পরিস্থিতিতে উড়োজাহাজটি জরুরি অবতরণের জন্য যেসব কার্যক্রম রয়েছে, সেগুলো সম্পন্ন করে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। অবশেষে রাত ৯টা ৪০ মিনিটে উড়োজাহাজটি অবতরণ করতে সমর্থ হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেলা ব্যবস্থাপক সাকিয়া সুলতানা রাত ১০টায় গণমাধ্যমকে জানান, উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করেছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১ ডিসেম্বর, ২০২১ ২২:৪১

পাইলটের দক্ষতায় ল্যান্ডিং গিয়ার কাজ না করা- বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে উড়োজাহাজটি প্রথমে বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৬১৭ ফ্লাইটটি ৪২ যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। কিন্তু চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের আগমুহূর্তে ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়।
এরপরই উড়োজাহাজটি আকাশে কয়েকবার চক্কর দিতে থাকে। এ পরিস্থিতিতে উড়োজাহাজটি জরুরি অবতরণের জন্য যেসব কার্যক্রম রয়েছে, সেগুলো সম্পন্ন করে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। অবশেষে রাত ৯টা ৪০ মিনিটে উড়োজাহাজটি অবতরণ করতে সমর্থ হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেলা ব্যবস্থাপক সাকিয়া সুলতানা রাত ১০টায় গণমাধ্যমকে জানান, উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করেছে।