দেশে ফেরা হলো না দুবাই প্রবাসী আলী আহমদের
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি | ৪ ডিসেম্বর, ২০২১ ১০:১০
ভাগ্যের চাকা ঘুরাতে সংযুক্ত আরব আমিরাত পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রামের চন্দনাইশের আলী আহমদ। তিনি দেশের একটি পেট্রল পাম্পে কাজ করে মোটামুটি গুছিয়ে নিয়েছিলেন সংসার। জানুয়ারিতে দেশে ফেরার পরিকল্পনাও ছিল তার।
তবে তার আর দেশে ফেরা হলো না। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে রাস আল খাইমায়তে শাহমল ওভার ব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।
নিহত আলী আহমদ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া তালুকদার পাড়া এলাকার মৃত দুদু মিয়ার ছেলে।
তিন ভাই, এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার সংসারে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।
নিহতের ভাতিজা জাগির হোসেন জুয়েল বলেন, গত শুক্রবার রাতে দুবাইয়ে রাস আল খাইমায়তে শাহমল ওভার ব্রিজের নিচে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বর্তমানে তার মরদেহ দুবাই স্থানীয় মেডিকেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি | ৪ ডিসেম্বর, ২০২১ ১০:১০

ভাগ্যের চাকা ঘুরাতে সংযুক্ত আরব আমিরাত পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রামের চন্দনাইশের আলী আহমদ। তিনি দেশের একটি পেট্রল পাম্পে কাজ করে মোটামুটি গুছিয়ে নিয়েছিলেন সংসার। জানুয়ারিতে দেশে ফেরার পরিকল্পনাও ছিল তার।
তবে তার আর দেশে ফেরা হলো না। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে রাস আল খাইমায়তে শাহমল ওভার ব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।
নিহত আলী আহমদ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া তালুকদার পাড়া এলাকার মৃত দুদু মিয়ার ছেলে।
তিন ভাই, এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার সংসারে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।
নিহতের ভাতিজা জাগির হোসেন জুয়েল বলেন, গত শুক্রবার রাতে দুবাইয়ে রাস আল খাইমায়তে শাহমল ওভার ব্রিজের নিচে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বর্তমানে তার মরদেহ দুবাই স্থানীয় মেডিকেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।