চট্টগ্রামে ড্রেনে পড়ে এবার ১২ বছরের শিশু নিখোঁজ ( ভিডিও)
চট্টগ্রাম ব্যুরো | ৭ ডিসেম্বর, ২০২১ ২০:৩৮
চট্টগ্রামের পাঁচলাইশে ড্রেনে পড়ে এবার ১২ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। ড্রেনে পড়ার পর ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
মঙ্গলবার বিকেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
সোমবার বিকেলে পাঁচলাইশের ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকায় রাস্তার পাশে খেলতে গিয়ে কামাল নামের ১২ বছর বয়সী ওই শিশুটি নিখোঁজ হয়।
চট্টগ্রামের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, ‘খবর পেয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উদ্ধার কাজ শুরু করেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করেছে কিন্তু এখন পর্যন্ত কোন অগ্রগতি হয়নি।’
কামাল নিখোঁজের পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন তার বাবা কাওসার। কামালের একটি পাসপোর্ট সাইজের ছবি দেখিয়ে তিনি সবাইকে জিজ্ঞেস করছিলেন ছেলেকে দেখেছেন কি না। তিনি সবাইকে তাদের ছেলেকে খুঁজে বের করার জন্য অনুরোধ করেন।
স্থানীয়রা জানান, তাদের পরিবার পাশের বস্তিতে থাকে। সোমবার দুপুরে দুই ছেলে ওই এলাকায় খেলছিল। একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে তারা রাস্তার পাশের ড্রেনে পড়ে যায়। একজন শেষ পর্যন্ত ড্রেন থেকে উঠে আসতে পারলেও কামাল ড্রেন থেকে বের হতে না পেরে নিখোঁজ হয়।
খবর পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। আজ বিকেলে তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে সংস্থার ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করেন।
কামালের সঙ্গে ড্রেনে পড়ে যাওয়া রাকিব জানায়, তারা দুজন সেখানে খেলছিল। সে সময় ড্রেন থেকে কিছু একটা তোলার চেষ্টা করলে দুজনেই সেখানে পড়ে যায়। রাকিব কোনোভাবে ড্রেন থেকে উঠে আসতে পারলেও কামাল পারেনি।
এর আগে চলতি বছরে চবির এক শিক্ষার্থীসহ দুইজন ড্রেনে পড়ে নিখোঁজ হন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চট্টগ্রাম ব্যুরো | ৭ ডিসেম্বর, ২০২১ ২০:৩৮

চট্টগ্রামের পাঁচলাইশে ড্রেনে পড়ে এবার ১২ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। ড্রেনে পড়ার পর ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
মঙ্গলবার বিকেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
সোমবার বিকেলে পাঁচলাইশের ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকায় রাস্তার পাশে খেলতে গিয়ে কামাল নামের ১২ বছর বয়সী ওই শিশুটি নিখোঁজ হয়।
চট্টগ্রামের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, ‘খবর পেয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উদ্ধার কাজ শুরু করেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করেছে কিন্তু এখন পর্যন্ত কোন অগ্রগতি হয়নি।’
কামাল নিখোঁজের পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন তার বাবা কাওসার। কামালের একটি পাসপোর্ট সাইজের ছবি দেখিয়ে তিনি সবাইকে জিজ্ঞেস করছিলেন ছেলেকে দেখেছেন কি না। তিনি সবাইকে তাদের ছেলেকে খুঁজে বের করার জন্য অনুরোধ করেন।
স্থানীয়রা জানান, তাদের পরিবার পাশের বস্তিতে থাকে। সোমবার দুপুরে দুই ছেলে ওই এলাকায় খেলছিল। একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে তারা রাস্তার পাশের ড্রেনে পড়ে যায়। একজন শেষ পর্যন্ত ড্রেন থেকে উঠে আসতে পারলেও কামাল ড্রেন থেকে বের হতে না পেরে নিখোঁজ হয়।
খবর পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। আজ বিকেলে তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে সংস্থার ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করেন।
কামালের সঙ্গে ড্রেনে পড়ে যাওয়া রাকিব জানায়, তারা দুজন সেখানে খেলছিল। সে সময় ড্রেন থেকে কিছু একটা তোলার চেষ্টা করলে দুজনেই সেখানে পড়ে যায়। রাকিব কোনোভাবে ড্রেন থেকে উঠে আসতে পারলেও কামাল পারেনি।
এর আগে চলতি বছরে চবির এক শিক্ষার্থীসহ দুইজন ড্রেনে পড়ে নিখোঁজ হন।