সীতাকুন্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১১ জানুয়ারি, ২০২২ ১৬:১৭
চট্টগ্রামের সীতাকুন্ড মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মারুফ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ফৌজদারহাট জলিল স্টেশন এলাকার বদুর বাড়ির বাসিন্দা মতিন বাসারের ছেলে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকার আব্দুল্লার ঘাটা নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন মারুফ। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি অজ্ঞাত কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠায়।
চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, সীতাকুন্ডে ফৌজদারহাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন এই যুবক। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১১ জানুয়ারি, ২০২২ ১৬:১৭

চট্টগ্রামের সীতাকুন্ড মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মারুফ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ফৌজদারহাট জলিল স্টেশন এলাকার বদুর বাড়ির বাসিন্দা মতিন বাসারের ছেলে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকার আব্দুল্লার ঘাটা নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন মারুফ। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি অজ্ঞাত কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠায়।
চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, সীতাকুন্ডে ফৌজদারহাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন এই যুবক। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।