সীতাকুন্ডে সাগরে জেলেদের জালে উঠল অজ্ঞাত ব্যক্তির লাশ
সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৮ জানুয়ারি, ২০২২ ১৬:১৯
চট্টগ্রামের সীতাকুন্ডে জেলেদের জালে উঠে এল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে সাগরে জাল তুলতে গিয়ে লাশ দেখতে পেয়ে জেলেরা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
স্থানীয় লোকজন জানান, সোমবার রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অক্সিজেন রোডের পশ্চিমে সাগরে জাল পেতে রাখেন জেলেরা।
দুপুরে জাল তুলতে গেলে লাশটি দেখতে পান তারা। পরে পুলিশকে জানানো হলে পুলিশ লাশটি উদ্ধার করে।
সীতাকুন্ড থানার ইন্সপেক্টর তদন্ত সুমন বণিক জানান, জালে লাশটি দেখতে পেয়ে জেলেরা থানাকে জানায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া লাশটি একটি পুরুষের লাশ, বয়স আনুমানিক ৫০ বছর।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৮ জানুয়ারি, ২০২২ ১৬:১৯

চট্টগ্রামের সীতাকুন্ডে জেলেদের জালে উঠে এল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে সাগরে জাল তুলতে গিয়ে লাশ দেখতে পেয়ে জেলেরা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
স্থানীয় লোকজন জানান, সোমবার রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অক্সিজেন রোডের পশ্চিমে সাগরে জাল পেতে রাখেন জেলেরা।
দুপুরে জাল তুলতে গেলে লাশটি দেখতে পান তারা। পরে পুলিশকে জানানো হলে পুলিশ লাশটি উদ্ধার করে।
সীতাকুন্ড থানার ইন্সপেক্টর তদন্ত সুমন বণিক জানান, জালে লাশটি দেখতে পেয়ে জেলেরা থানাকে জানায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া লাশটি একটি পুরুষের লাশ, বয়স আনুমানিক ৫০ বছর।
শেয়ার করুন