চট্টগ্রামে একদিনে করোনা শনাক্তের হার ৩১ শতাংশ
নিজস্ব প্রতিবেদক | ১৯ জানুয়ারি, ২০২২ ১১:৪৪
চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৮৯ জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ৩১ শতাংশ। এই সময়ে মৃত্যু হয়েছে আরও একজনের।
বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো তথ্যে এসব জানা গেছে।
সিভিল সার্জন ইলিয়াছ চৌধুরী জানান, জেলার ১৬ ল্যাবের ১৪টিতে মোট তিন হাজার ১৯২টি নমুনা পরীক্ষা করা হয় গত ২৪ ঘণ্টায়।
নতুন রোগীদের মধ্যে ৮২৯ জন চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা। বাকি ১৬০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। যিনি মারা গেছেন, তার বাড়িও চট্টগ্রাম শহরে।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপট শুরুর পর আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
আগের দিন মঙ্গলবার চট্টগ্রাম জেলায় ৭৩৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, সোমবার ৭৪২ জনের কোভিড পজিটিভ এসেছিল।
মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ সাত হাজার ৪৪৬ জন। তাদের মধ্যে এক হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৯ জানুয়ারি, ২০২২ ১১:৪৪

চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৮৯ জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ৩১ শতাংশ। এই সময়ে মৃত্যু হয়েছে আরও একজনের।
বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো তথ্যে এসব জানা গেছে।
সিভিল সার্জন ইলিয়াছ চৌধুরী জানান, জেলার ১৬ ল্যাবের ১৪টিতে মোট তিন হাজার ১৯২টি নমুনা পরীক্ষা করা হয় গত ২৪ ঘণ্টায়।
নতুন রোগীদের মধ্যে ৮২৯ জন চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা। বাকি ১৬০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। যিনি মারা গেছেন, তার বাড়িও চট্টগ্রাম শহরে।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপট শুরুর পর আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
আগের দিন মঙ্গলবার চট্টগ্রাম জেলায় ৭৩৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, সোমবার ৭৪২ জনের কোভিড পজিটিভ এসেছিল।
মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ সাত হাজার ৪৪৬ জন। তাদের মধ্যে এক হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে।