পোস্টার লাগাতে বাধার অভিযোগ সাকির
নিজস্ব প্রতিবেদক | ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে স্বতন্ত্র প্রাথী হিসেবে নির্বাচনী প্রচার করেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি -দেশ রূপান্তর
একাদশ সংসদ নির্বাচনের প্রচার শুরুর প্রথম দিনেই পোস্টার লাগাতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন ঢাকা-১২ আসনে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ আবদুর রহিম সাকি। এ জন্য তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মীদের দায়ী করেন।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর নিউ ইস্কাটনে নিজ বাসভবনের সামনে থেকে সাকি তার নির্বাচনী গণসংযোগ শুরু করেন। গণসংযোগ শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে সাকি গত সোমবার রাতে কোদাল মার্কার পোস্টার লাগানোর সময় তার কর্মীদের ওপর হামলার অভিযোগ করেন।
ঢাকা-১২ আসনে ক্ষমতাসীন মহাজোটের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমর্থকদের দিকে ইঙ্গিত করেন সাকি। তিনি বলেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আপনার কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আপনার নাম ভাঙিয়ে তারা বলছেন, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা এখানে অন্য কারো পোস্ট আর লাগবে না। এ রকম কোনো নির্দেশনা যদি আপনি দিয়ে থাকেন, তাহলে নির্বাচন কমিশনকে বলব তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আর যদি আপনি নির্দেশ না দিয়ে থাকেন, তাহলে যারা আপনার নাম ভাঙিয়ে এসব করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।’
হামলার ঘটনা উল্লেখ করে সাকি বলেন, ‘গতকাল (সোমবার) রাত থেকে যখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, আমাদের কর্মীরা পোস্টার ও ফেস্টুন লাগাচ্ছিল কারওয়ান বাজার এলাকায়। সেখানে আমাদের কর্মীদের ওপর হামলা করেছে, মারধর করেছে। আমাদের এক কর্মীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল। মগবাজার এলাকায় গভীর রাতে পোস্টার লাগানোর সময় আমাদের কর্মীদের ওপর হামলা হয়েছে।’
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

একাদশ সংসদ নির্বাচনের প্রচার শুরুর প্রথম দিনেই পোস্টার লাগাতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন ঢাকা-১২ আসনে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ আবদুর রহিম সাকি। এ জন্য তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মীদের দায়ী করেন।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর নিউ ইস্কাটনে নিজ বাসভবনের সামনে থেকে সাকি তার নির্বাচনী গণসংযোগ শুরু করেন। গণসংযোগ শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে সাকি গত সোমবার রাতে কোদাল মার্কার পোস্টার লাগানোর সময় তার কর্মীদের ওপর হামলার অভিযোগ করেন।
ঢাকা-১২ আসনে ক্ষমতাসীন মহাজোটের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমর্থকদের দিকে ইঙ্গিত করেন সাকি। তিনি বলেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আপনার কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আপনার নাম ভাঙিয়ে তারা বলছেন, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা এখানে অন্য কারো পোস্ট আর লাগবে না। এ রকম কোনো নির্দেশনা যদি আপনি দিয়ে থাকেন, তাহলে নির্বাচন কমিশনকে বলব তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আর যদি আপনি নির্দেশ না দিয়ে থাকেন, তাহলে যারা আপনার নাম ভাঙিয়ে এসব করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।’
হামলার ঘটনা উল্লেখ করে সাকি বলেন, ‘গতকাল (সোমবার) রাত থেকে যখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, আমাদের কর্মীরা পোস্টার ও ফেস্টুন লাগাচ্ছিল কারওয়ান বাজার এলাকায়। সেখানে আমাদের কর্মীদের ওপর হামলা করেছে, মারধর করেছে। আমাদের এক কর্মীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল। মগবাজার এলাকায় গভীর রাতে পোস্টার লাগানোর সময় আমাদের কর্মীদের ওপর হামলা হয়েছে।’