ভোটের হাওয়া রাজশাহীতে
রাজশাহী প্রতিনিধি | ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে জমজমাট রাজশাহীর ভোটের মাঠ। গতকাল দ্বিতীয় দিনে ভোটের মাঠে নামলেন নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশা ও ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু। প্রধান প্রতিদ্বন্দ্বী ভোটের মাঠে নেমে পড়ায় রাজশাহী সদর আসনে জমে উঠেছে ভোটের প্রচার।
আসন্ন সংসদ নির্বাচনে রাজশাহী সদর আসনে ১৪ দল মনোনীত প্রার্থী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি নগরীর ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ দিয়ে গতকালের প্রচার শুরু করেন। সকালে তিনি কাশিয়াডাঙ্গা মোড় থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি কাশিয়াডাঙ্গা মোড়ের ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সবার হাতে হাতে তুলে দেন নৌকা প্রতীকের পোস্টার। এ সময় বাদশা বলেন, ‘উন্নয়নের প্রতীক নৌকা। বাংলাদেশ সৃষ্টি থেকে শুরু করে সব অর্জনের পেছনে এই নৌকার ভূমিকা সবার চেয়ে বেশি। তাই রাজশাহী তথা দেশকে এগিয়ে নিতে হলে নৌকার সাথেই থাকতে হবে। যারা দেশের জন্য কিছু না করে ক্ষমতায় যাওয়ার পর শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন এমন কাউকে ভোট দেওয়া যাবে না। নির্বাচনে ভোট দিতে হবে নৌকাতেই।’ এ সময় বাদশার সঙ্গে ছিলেন, মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রউফ প্রমুখ।
এদিকে, রাজশাহী-২ সদর আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র মিজানুর রহমান মিনু গতকাল থেকে ভোটের মাঠে প্রচারে নেমেছেন। সকালে প্রচারণায় নামার আগে হযরত শাহ মখদুম রুপোশ (রহ.) মাজার জিয়ারত করেন মিজানুর রহমান মিনু। এরপর তিনি নগরীর ১নং ওয়ার্ডের কাাশিয়াডাঙ্গা থেকে নির্বাচনের প্রচার শুরু করেন। এ সময় তার সঙ্গে ছিলেন মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, বিএনপি নেতা ওয়ালিউল হক রানা প্রমুখ।
গণসংযোগকালে মিজানুর রহমান মিনু বলেন, ‘বেকার সমস্যা সমাধানে রাজশাহীতে ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে তোলা হবে। সেখানে বিদেশিরা বিনিযোগ করতে আসবেন। এর জন্য ভালো পরিবেশ তৈরি করা হবে। তিনি বলেন, ‘রাজশাহীর যত উন্নয়ন বিএনপির আমলে হয়েছে। মেয়র ও এমপি থাকাকালীন বিশে^ রাজশাহী একটি শান্তির নগরী হিসেবে পরিণত হয়। এ ছাড়া আমি মহানগরীকে গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি ও এডুকেশন সিটি হিসেবে গড়ে তুলি। এমন কোনো স্থাপনা নাই যে আমি করিনি।’
মিনু আরো বলেন, এই নির্বাচন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার নির্বাচন। এই নির্বাচন দেশের ১৬ কোটি মানুষকে আওয়ামী লীগ সরকারের কবল থেকে মুক্ত করার নির্বাচন। দেশের মানুষের গণগন্ত্র এবং স্বাধীনতা ফিরিয়ে আনতে বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ করেছে। এই নগরীর থেমে যাওয়া উন্নয়নের ধারা পুনরায় সচল করার জন্য ধানের শীষে ভোট দিতে হবে।
শেয়ার করুন
রাজশাহী প্রতিনিধি | ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে জমজমাট রাজশাহীর ভোটের মাঠ। গতকাল দ্বিতীয় দিনে ভোটের মাঠে নামলেন নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশা ও ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু। প্রধান প্রতিদ্বন্দ্বী ভোটের মাঠে নেমে পড়ায় রাজশাহী সদর আসনে জমে উঠেছে ভোটের প্রচার।
আসন্ন সংসদ নির্বাচনে রাজশাহী সদর আসনে ১৪ দল মনোনীত প্রার্থী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি নগরীর ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ দিয়ে গতকালের প্রচার শুরু করেন। সকালে তিনি কাশিয়াডাঙ্গা মোড় থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি কাশিয়াডাঙ্গা মোড়ের ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সবার হাতে হাতে তুলে দেন নৌকা প্রতীকের পোস্টার। এ সময় বাদশা বলেন, ‘উন্নয়নের প্রতীক নৌকা। বাংলাদেশ সৃষ্টি থেকে শুরু করে সব অর্জনের পেছনে এই নৌকার ভূমিকা সবার চেয়ে বেশি। তাই রাজশাহী তথা দেশকে এগিয়ে নিতে হলে নৌকার সাথেই থাকতে হবে। যারা দেশের জন্য কিছু না করে ক্ষমতায় যাওয়ার পর শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন এমন কাউকে ভোট দেওয়া যাবে না। নির্বাচনে ভোট দিতে হবে নৌকাতেই।’ এ সময় বাদশার সঙ্গে ছিলেন, মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রউফ প্রমুখ।
এদিকে, রাজশাহী-২ সদর আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র মিজানুর রহমান মিনু গতকাল থেকে ভোটের মাঠে প্রচারে নেমেছেন। সকালে প্রচারণায় নামার আগে হযরত শাহ মখদুম রুপোশ (রহ.) মাজার জিয়ারত করেন মিজানুর রহমান মিনু। এরপর তিনি নগরীর ১নং ওয়ার্ডের কাাশিয়াডাঙ্গা থেকে নির্বাচনের প্রচার শুরু করেন। এ সময় তার সঙ্গে ছিলেন মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, বিএনপি নেতা ওয়ালিউল হক রানা প্রমুখ।
গণসংযোগকালে মিজানুর রহমান মিনু বলেন, ‘বেকার সমস্যা সমাধানে রাজশাহীতে ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে তোলা হবে। সেখানে বিদেশিরা বিনিযোগ করতে আসবেন। এর জন্য ভালো পরিবেশ তৈরি করা হবে। তিনি বলেন, ‘রাজশাহীর যত উন্নয়ন বিএনপির আমলে হয়েছে। মেয়র ও এমপি থাকাকালীন বিশে^ রাজশাহী একটি শান্তির নগরী হিসেবে পরিণত হয়। এ ছাড়া আমি মহানগরীকে গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি ও এডুকেশন সিটি হিসেবে গড়ে তুলি। এমন কোনো স্থাপনা নাই যে আমি করিনি।’
মিনু আরো বলেন, এই নির্বাচন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার নির্বাচন। এই নির্বাচন দেশের ১৬ কোটি মানুষকে আওয়ামী লীগ সরকারের কবল থেকে মুক্ত করার নির্বাচন। দেশের মানুষের গণগন্ত্র এবং স্বাধীনতা ফিরিয়ে আনতে বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ করেছে। এই নগরীর থেমে যাওয়া উন্নয়নের ধারা পুনরায় সচল করার জন্য ধানের শীষে ভোট দিতে হবে।