সরকারি সংস্থা জনগণকে ভয় দেখাচ্ছে : খসরু
চট্টগ্রাম অফিস | ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংস্থাগুলোর মাধ্যমে জনগণকে ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারের শুরুর দিন তিনি এ অভিযোগ করেন।
এদিন সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ছোটপুল এলাকার শাপলা কমিউনিটি সেন্টার থেকে প্রচার শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি অভিযোগ করেন, নির্বাচনে সবার জন্য সমান ক্ষেত্র নেই। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারি দল। তারা সরকারি সংস্থাকে নিয়ে মাঠে নেমেছে, আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে এলাকায় ভয়ভীতি দেখানো শুরু করেছে।’
সোমবার রাতেও তার নির্বাচনী এলাকাসহ নগরীর বিভিন্ন স্থান থেকে অনেককে গ্রেপ্তার করেছে অভিযোগ করে তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ডের প্রশ্নই ওঠে না। সরকারি সংস্থা ব্যবহার করে ভয়ভীতি দেখানো হচ্ছে, যাতে জনগণ তাদের ভোটাধিকার ফিরে না পায়। তারা সরকারি সংস্থা ব্যবহার করে ক্ষমতা দখলের চেষ্টা করছে। তবে জনগণ তাদের পরাজিত করবে। জনগণ সিদ্ধান্ত নিয়েছে তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার। ১০ বছর ধরে জনগণ ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলন করছে। গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নই নির্বাচনের লক্ষ্যও।’
শেয়ার করুন
চট্টগ্রাম অফিস | ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংস্থাগুলোর মাধ্যমে জনগণকে ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারের শুরুর দিন তিনি এ অভিযোগ করেন।
এদিন সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ছোটপুল এলাকার শাপলা কমিউনিটি সেন্টার থেকে প্রচার শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি অভিযোগ করেন, নির্বাচনে সবার জন্য সমান ক্ষেত্র নেই। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারি দল। তারা সরকারি সংস্থাকে নিয়ে মাঠে নেমেছে, আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে এলাকায় ভয়ভীতি দেখানো শুরু করেছে।’
সোমবার রাতেও তার নির্বাচনী এলাকাসহ নগরীর বিভিন্ন স্থান থেকে অনেককে গ্রেপ্তার করেছে অভিযোগ করে তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ডের প্রশ্নই ওঠে না। সরকারি সংস্থা ব্যবহার করে ভয়ভীতি দেখানো হচ্ছে, যাতে জনগণ তাদের ভোটাধিকার ফিরে না পায়। তারা সরকারি সংস্থা ব্যবহার করে ক্ষমতা দখলের চেষ্টা করছে। তবে জনগণ তাদের পরাজিত করবে। জনগণ সিদ্ধান্ত নিয়েছে তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার। ১০ বছর ধরে জনগণ ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলন করছে। গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নই নির্বাচনের লক্ষ্যও।’