চট্টগ্রামে ‘আসামি ধরতে গিয়ে’ পুলিশসহ আহত ৪
চট্টগ্রাম অফিস | ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
নগরীর কোতোয়ালি থানা এলাকায় আসামি ধরতে গিয়ে নিজেদের দুই সদস্যসহ মোট চারজন আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে কলাবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানা পুলিশ জানায়, ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়েছেন আসামি মো. আজাদ (৩২)। তার বিরুদ্ধে ছিনতাই, অবৈধ অস্ত্র রাখাসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন দেশ রূপান্তরকে বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আজাদকে ধরতে ভোরে পুলিশের একটি দল কলাবাগিচায় যায়। এ সময় আজাদ কিরিচ নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পাথরঘাটা ফাঁড়ির কনস্টেবল রাসেল মিয়া গুরুতর আহত হন। অভিযানে থাকা ফাঁড়ি ইনচার্জ এএসআই আবু হায়াত আরেফিন ও কফিল উদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তির গায়েও ধারালো অস্ত্রের আঘাত লাগে।
ওসি মহসিন বলেন, আজাদ হামলা চালালে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। আজাদের হাতে ও পায়ে গুলি লাগে।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এবং পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
শেয়ার করুন
চট্টগ্রাম অফিস | ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

নগরীর কোতোয়ালি থানা এলাকায় আসামি ধরতে গিয়ে নিজেদের দুই সদস্যসহ মোট চারজন আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে কলাবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানা পুলিশ জানায়, ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়েছেন আসামি মো. আজাদ (৩২)। তার বিরুদ্ধে ছিনতাই, অবৈধ অস্ত্র রাখাসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন দেশ রূপান্তরকে বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আজাদকে ধরতে ভোরে পুলিশের একটি দল কলাবাগিচায় যায়। এ সময় আজাদ কিরিচ নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পাথরঘাটা ফাঁড়ির কনস্টেবল রাসেল মিয়া গুরুতর আহত হন। অভিযানে থাকা ফাঁড়ি ইনচার্জ এএসআই আবু হায়াত আরেফিন ও কফিল উদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তির গায়েও ধারালো অস্ত্রের আঘাত লাগে।
ওসি মহসিন বলেন, আজাদ হামলা চালালে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। আজাদের হাতে ও পায়ে গুলি লাগে।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এবং পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।