সাবেক পরিবহন নেতা সেন্টু গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে রাজধানীর মিরপুর থেকে শামসুজ্জামান সেন্টু নামে বাসমালিক সমিতির সাবেক এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তারের পর রিমান্ড চেয়ে আদালতে পাঠায়।
শাহ আলী থানার ওসি মোহাম্মদ সালাহ উদ্দিন মিয়া দেশ রূপান্তরকে জানান, সেন্টু এলাকায় সুদের ব্যবসা ও নানা ধরনের জালিয়াতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি ও প্রতারণার অভিযোগে শাহ আলী, পল্লবী এবং দারুস সালাম থানায় এক ডজনের বেশি মামলা রয়েছে। বেশকিছু মামলায় পরোয়ানাভুক্ত আসামি সেন্টু। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে রাজধানীর মিরপুর থেকে শামসুজ্জামান সেন্টু নামে বাসমালিক সমিতির সাবেক এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তারের পর রিমান্ড চেয়ে আদালতে পাঠায়।
শাহ আলী থানার ওসি মোহাম্মদ সালাহ উদ্দিন মিয়া দেশ রূপান্তরকে জানান, সেন্টু এলাকায় সুদের ব্যবসা ও নানা ধরনের জালিয়াতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি ও প্রতারণার অভিযোগে শাহ আলী, পল্লবী এবং দারুস সালাম থানায় এক ডজনের বেশি মামলা রয়েছে। বেশকিছু মামলায় পরোয়ানাভুক্ত আসামি সেন্টু। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
শেয়ার করুন