নিরাপত্তা নিয়ে শঙ্কায় সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক | ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
‘নির্বাচনী প্রচার চালাতে গিয়ে বারবার হামলার শিকার হচ্ছি’Ñ এমন অভিযোগ করেছেন ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) আসনে ধানের শীষের প্রার্থী মো. সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, তিনিসহ পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন।
নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি বলেও দাবি করেছেন বিএনপির এই প্রার্থী।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর শ্যামপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, নির্বাচন থেকে দূরে রাখতে তার ওপর বারবার হামলা হচ্ছে। তবে পরিস্থিতি যত বৈরী হোক না কেন তা মোকাবিলা করে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, নির্বাচনী কার্যক্রমে তার শ্যামপুরের বাসাটি প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে।
প্রচারে হামলার অভিযোগ মান্নানের
আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা তার প্রচারে হামলা করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১০ আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল মান্নান।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, প্রচারের শুরু থেকে গতকাল বুধবার পর্যন্ত তার প্রায় ৭০ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

‘নির্বাচনী প্রচার চালাতে গিয়ে বারবার হামলার শিকার হচ্ছি’Ñ এমন অভিযোগ করেছেন ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) আসনে ধানের শীষের প্রার্থী মো. সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, তিনিসহ পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন।
নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি বলেও দাবি করেছেন বিএনপির এই প্রার্থী।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর শ্যামপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, নির্বাচন থেকে দূরে রাখতে তার ওপর বারবার হামলা হচ্ছে। তবে পরিস্থিতি যত বৈরী হোক না কেন তা মোকাবিলা করে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, নির্বাচনী কার্যক্রমে তার শ্যামপুরের বাসাটি প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে।
প্রচারে হামলার অভিযোগ মান্নানের আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা তার প্রচারে হামলা করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১০ আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল মান্নান।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, প্রচারের শুরু থেকে গতকাল বুধবার পর্যন্ত তার প্রায় ৭০ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।