নির্মাতা টুটুলের দাফন আজ
নিজস্ব প্রতিবেদক | ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে নাটক ও চলচ্চিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুলকে। গতকাল বুধবার ডিরেক্টর’স গিল্ডের সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন দেশ রূপান্তরকে এ তথ্য জানান।
তুহিন বলেন, সাইদুল আনাম টুটুলের মরদেহ হিমঘরে রয়েছে। তার দুই মেয়ে ঐশী আনাম ও অমৃতা আনাম যুক্তরাষ্ট্রপ্রবাসী। গত সোমবার বড় মেয়ে ঐশী বাবার অসুস্থতার খবর শুনে ঢাকায় এসেছেন। ছোট মেয়ে অমৃতা বুধবার ঢাকা এসে পৌঁছানোর কথা রয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য টুটুল ভাইয়ের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে জানাজার পর তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। তিনি একজন মুক্তিযোদ্ধা। তাকে রাষ্ট্রীয় সম্মাননায় সমাহিত করা হবে।
গত মঙ্গলবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাইদুল আনাম টুটুল। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। ১৫ ডিসেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হন টুটুল।
সরকারি অনুদানে ‘কালবেলা’ নামে একটি সিনেমার শুটিং করছিলেন সাইদুল আনাম টুটুল। আইন ও সালিশ কেন্দ্র থেকে প্রকাশিত ‘নারীর ’৭১ ও যুদ্ধপরবর্তী কথ্য কাহিনি’ বই থেকে সিনেমার গল্প নেওয়া হয়েছে। সিনেমাটির শুটিং প্রায় শেষ বলে জানান টুটুলের সহকর্মীরা। টুটুল ২০০৩ সালে ‘আধিয়ার’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসিত হন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে নাটক ও চলচ্চিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুলকে। গতকাল বুধবার ডিরেক্টর’স গিল্ডের সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন দেশ রূপান্তরকে এ তথ্য জানান।
তুহিন বলেন, সাইদুল আনাম টুটুলের মরদেহ হিমঘরে রয়েছে। তার দুই মেয়ে ঐশী আনাম ও অমৃতা আনাম যুক্তরাষ্ট্রপ্রবাসী। গত সোমবার বড় মেয়ে ঐশী বাবার অসুস্থতার খবর শুনে ঢাকায় এসেছেন। ছোট মেয়ে অমৃতা বুধবার ঢাকা এসে পৌঁছানোর কথা রয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য টুটুল ভাইয়ের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে জানাজার পর তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। তিনি একজন মুক্তিযোদ্ধা। তাকে রাষ্ট্রীয় সম্মাননায় সমাহিত করা হবে।
গত মঙ্গলবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাইদুল আনাম টুটুল। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। ১৫ ডিসেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হন টুটুল।
সরকারি অনুদানে ‘কালবেলা’ নামে একটি সিনেমার শুটিং করছিলেন সাইদুল আনাম টুটুল। আইন ও সালিশ কেন্দ্র থেকে প্রকাশিত ‘নারীর ’৭১ ও যুদ্ধপরবর্তী কথ্য কাহিনি’ বই থেকে সিনেমার গল্প নেওয়া হয়েছে। সিনেমাটির শুটিং প্রায় শেষ বলে জানান টুটুলের সহকর্মীরা। টুটুল ২০০৩ সালে ‘আধিয়ার’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসিত হন।