শিল্পকলায় চলছে ‘বিজয়ের মহোৎসব’
নিজস্ব প্রতিবেদক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির খোলা মাঠে চলছে ‘বিজয়ের মহোৎসব’। প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠান শুরু হয়ে চলে রাত ১০টা পর্যন্ত।
বিজয়ের মহোৎসবে থাকছেÑ আলোচনা, চলচ্চিত্র, নাটক, পালা, সঙ্গীত, নৃত্য, অ্যাক্রোবেটিকসহ নানা পরিবেশনা। গত ২১ ডিসেম্বর শুরু হওয়া এ উৎসব চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।
উৎসবে প্রথমবার সরাসরি সার্কাস দেখার অভিজ্ঞতা হলো ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী সামিয়া আফরিনের।
এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত সামিয়া গত রোববার জানায়, ‘খুবই ভালো লেগেছে। টিভিতে দেখলেও এর আগে সরাসরি দেখা হয়নি।
ছোট একটা মেয়ে পা দিয়ে যেভাবে রিং ঘুরালো সেটা বেশি ভালো লেগেছে।’ সামিয়ার মতো অনেকেই ছুটে এসেছেন শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে।
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘সংস্কৃতির সুস্থ চর্চার মধ্য দিয়েই একটা দেশ এগিয়ে যায়।
আমাদের তরুণ প্রজন্মকে শুদ্ধ সংস্কৃতি, নিজস্ব ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানানোর জন্যই এই আয়োজন। প্রতিদিন শত শত মানুষ উপভোগ করছেন এই অনুষ্ঠান।’
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির খোলা মাঠে চলছে ‘বিজয়ের মহোৎসব’। প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠান শুরু হয়ে চলে রাত ১০টা পর্যন্ত।
বিজয়ের মহোৎসবে থাকছেÑ আলোচনা, চলচ্চিত্র, নাটক, পালা, সঙ্গীত, নৃত্য, অ্যাক্রোবেটিকসহ নানা পরিবেশনা। গত ২১ ডিসেম্বর শুরু হওয়া এ উৎসব চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।
উৎসবে প্রথমবার সরাসরি সার্কাস দেখার অভিজ্ঞতা হলো ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী সামিয়া আফরিনের।
এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত সামিয়া গত রোববার জানায়, ‘খুবই ভালো লেগেছে। টিভিতে দেখলেও এর আগে সরাসরি দেখা হয়নি।
ছোট একটা মেয়ে পা দিয়ে যেভাবে রিং ঘুরালো সেটা বেশি ভালো লেগেছে।’ সামিয়ার মতো অনেকেই ছুটে এসেছেন শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে।
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘সংস্কৃতির সুস্থ চর্চার মধ্য দিয়েই একটা দেশ এগিয়ে যায়।
আমাদের তরুণ প্রজন্মকে শুদ্ধ সংস্কৃতি, নিজস্ব ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানানোর জন্যই এই আয়োজন। প্রতিদিন শত শত মানুষ উপভোগ করছেন এই অনুষ্ঠান।’