ভিকারুননিসায় শতভাগ পাস
নিজস্ব প্রতিবেদক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় মোট ১ হাজার ৯৭১ এবং প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ২ হাজার ৮৩ শিক্ষার্থী অংশগ্রহণ করে। দুটি পরীক্ষার ফলাফলেই ১০০ শতাংশ পাস করেছে স্কুলটির শিক্ষার্থীরা।
জেএসসির ১ হাজার ৯৭১ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২৩ জন এবং পিইসিতে ২ হাজার ৮৩ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৮৩ জন। এ স্কুলের জেএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর হার ৫১.৯০ শতাংশ এবং পিইসির জিপিএ-৫-এর হার ৮৫.৬০ শতাংশ। গতকাল সোমবার সারা দেশে পিইসি ও জেএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা বেগম দেশ রূপান্তরকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘পিইসি পরীক্ষায় অবজেক্টিভ না থাকা ইতিবাচক মনে করছি। চতুর্থ বিষয় ছাড়া ফলাফল প্রকাশ করা হয়েছে, এটাও ইতিবাচক। এর ফলে শিক্ষার্থীদের মাথা থেকে ‘গোল্ডেন এ প্লাস’-এর ভূত চলে যাবে।’
হাসিনা বেগম বলেন, শিক্ষকদের প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় ও অভিভাবকদের সহযোগিতায় এই ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় মোট ১ হাজার ৯৭১ এবং প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ২ হাজার ৮৩ শিক্ষার্থী অংশগ্রহণ করে। দুটি পরীক্ষার ফলাফলেই ১০০ শতাংশ পাস করেছে স্কুলটির শিক্ষার্থীরা।
জেএসসির ১ হাজার ৯৭১ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২৩ জন এবং পিইসিতে ২ হাজার ৮৩ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৮৩ জন। এ স্কুলের জেএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর হার ৫১.৯০ শতাংশ এবং পিইসির জিপিএ-৫-এর হার ৮৫.৬০ শতাংশ। গতকাল সোমবার সারা দেশে পিইসি ও জেএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা বেগম দেশ রূপান্তরকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘পিইসি পরীক্ষায় অবজেক্টিভ না থাকা ইতিবাচক মনে করছি। চতুর্থ বিষয় ছাড়া ফলাফল প্রকাশ করা হয়েছে, এটাও ইতিবাচক। এর ফলে শিক্ষার্থীদের মাথা থেকে ‘গোল্ডেন এ প্লাস’-এর ভূত চলে যাবে।’
হাসিনা বেগম বলেন, শিক্ষকদের প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় ও অভিভাবকদের সহযোগিতায় এই ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।