রাজশাহীতে আ.লীগ বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
রাজশাহীতে একাদশ সংসদ নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। গতকাল সোমবার ওই সভায় প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের বিরুদ্ধে ভোটের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলে বিএনপি। এ সময় আওয়ামী লীগের প্রার্থীরাও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেন।
সভায় ডিসি এস এম আব্দুল কাদেরের সামনে সবচেয়ে বড় অভিযোগ তুলে ধরেন রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, আজ (গতকাল) রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের বাড়ি ঘিরে ছিল সাদা পোশাকে কয়েকজন অস্ত্রধারী।
মিনু বলেন, ‘সাদা পোশাকের পুলিশ ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত বুলবুলের বাড়ি ঘিরে রাখে। সাদা পোশাকে থাকলেও তাদের কাছে অস্ত্র ছিল। ১১টার দিকে আমি বুলবুলের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলি। এর কিছুক্ষণ পরই তারা চলে যায়।’ রিটার্নিং কর্মকর্তার উদ্দেশে মিনু বলেন, ‘বুলবুলকে আপনার কাছে রেখে যাচ্ছি। নির্বাচন পর্যন্ত তিনি আপনার কাছে থাকবেন।’
মতবিনিময় সভায় উপস্থিত অন্যান্য আসনের প্রার্থী ও তাদের এজেন্টরা সুষ্ঠু ভোটের জন্য রিটার্নিং কর্মকর্তার নিরপেক্ষ ও সঠিক পদক্ষেপের দাবি করেন। রাজশাহী-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার আমিনুল হকের নির্বাচনী এজেন্ট নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এ সময় ঐ আসনের আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী এজেন্ট দাবি করেন, বিএনপি নেতাকর্মীদের আচরণের কারণে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অনুষ্ঠানে পুঠিয়া-দুর্গাপুর আসনের নৌকার প্রার্থী ডা. মনসুর রহমান, বাগমারা আসনের ধানের শীষের প্রার্থী আবু হেনা প্রমুখ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

রাজশাহীতে একাদশ সংসদ নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। গতকাল সোমবার ওই সভায় প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের বিরুদ্ধে ভোটের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলে বিএনপি। এ সময় আওয়ামী লীগের প্রার্থীরাও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেন।
সভায় ডিসি এস এম আব্দুল কাদেরের সামনে সবচেয়ে বড় অভিযোগ তুলে ধরেন রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, আজ (গতকাল) রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের বাড়ি ঘিরে ছিল সাদা পোশাকে কয়েকজন অস্ত্রধারী।
মিনু বলেন, ‘সাদা পোশাকের পুলিশ ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত বুলবুলের বাড়ি ঘিরে রাখে। সাদা পোশাকে থাকলেও তাদের কাছে অস্ত্র ছিল। ১১টার দিকে আমি বুলবুলের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলি। এর কিছুক্ষণ পরই তারা চলে যায়।’ রিটার্নিং কর্মকর্তার উদ্দেশে মিনু বলেন, ‘বুলবুলকে আপনার কাছে রেখে যাচ্ছি। নির্বাচন পর্যন্ত তিনি আপনার কাছে থাকবেন।’
মতবিনিময় সভায় উপস্থিত অন্যান্য আসনের প্রার্থী ও তাদের এজেন্টরা সুষ্ঠু ভোটের জন্য রিটার্নিং কর্মকর্তার নিরপেক্ষ ও সঠিক পদক্ষেপের দাবি করেন। রাজশাহী-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার আমিনুল হকের নির্বাচনী এজেন্ট নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এ সময় ঐ আসনের আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী এজেন্ট দাবি করেন, বিএনপি নেতাকর্মীদের আচরণের কারণে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অনুষ্ঠানে পুঠিয়া-দুর্গাপুর আসনের নৌকার প্রার্থী ডা. মনসুর রহমান, বাগমারা আসনের ধানের শীষের প্রার্থী আবু হেনা প্রমুখ উপস্থিত ছিলেন।