কদমতলীতে ট্রাকচাপায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
রাজধানীর কদমতলীতে গতকাল বুধবার ট্রাকচাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। তারা হলেন কদমতলী থানার পলাশপুর এলাকার বাসিন্দা হারুন অর রশীদ (৫৫) ও শ্রমিক আবুল বাশার (৩২)। পুলিশ চালককে আটক ও ট্রাকটি জব্দ করেছে।
প্রত্যক্ষদর্শী হাবিব জানান, হারুন অর রশীদ বাড়ির কাজের জন্য রায়েরবাগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ট্রাক থামিয়ে ইট নামাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটা ট্রাক থেমে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হারুন অর রশীদ ও আবুল বাশার নিহত হন।
হারুন অর রশীদের মেয়ে ফারজানা জানান, তারা বাবা অবসরপ্রাপ্ত প্রকৌশলী। বাড়ির তিন তলার কাজ করার জন্য আনতে যান। দুর্ঘটনার সময় ট্রাক থেকে ইট নামানোর কাজ তদারকি করছিলেন তিনি। তাদের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর থানার মনহরপুর গ্রামে। নিহত শ্রমিক আবুল বাশারের বাড়ি বরগুনার আমতলী থানার চুনাখালি গ্রামে। তিনি নারায়ণগঞ্জের পাগলা এলাকার আলীগঞ্জে থাকতেন।
কদমতলী থানার ওসি আ. জলিল জানান, ট্রাকচাপায় ২ জন নিহত হয়েছে। ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

রাজধানীর কদমতলীতে গতকাল বুধবার ট্রাকচাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। তারা হলেন কদমতলী থানার পলাশপুর এলাকার বাসিন্দা হারুন অর রশীদ (৫৫) ও শ্রমিক আবুল বাশার (৩২)। পুলিশ চালককে আটক ও ট্রাকটি জব্দ করেছে।
প্রত্যক্ষদর্শী হাবিব জানান, হারুন অর রশীদ বাড়ির কাজের জন্য রায়েরবাগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ট্রাক থামিয়ে ইট নামাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটা ট্রাক থেমে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হারুন অর রশীদ ও আবুল বাশার নিহত হন।
হারুন অর রশীদের মেয়ে ফারজানা জানান, তারা বাবা অবসরপ্রাপ্ত প্রকৌশলী। বাড়ির তিন তলার কাজ করার জন্য আনতে যান। দুর্ঘটনার সময় ট্রাক থেকে ইট নামানোর কাজ তদারকি করছিলেন তিনি। তাদের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর থানার মনহরপুর গ্রামে। নিহত শ্রমিক আবুল বাশারের বাড়ি বরগুনার আমতলী থানার চুনাখালি গ্রামে। তিনি নারায়ণগঞ্জের পাগলা এলাকার আলীগঞ্জে থাকতেন।
কদমতলী থানার ওসি আ. জলিল জানান, ট্রাকচাপায় ২ জন নিহত হয়েছে। ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।