বরিশাল-৫
লড়াই হবে ত্রিমুখী
সাইফুর রহমান, বরিশাল | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
বরিশাল-৫ (সদর) আসনের ভোটে আবার ফিরে এসেছে নবম সংসদ নির্বাচনের চিত্র। ২০০৮ সালের ওই নির্বাচনে অংশ নেওয়া প্রধান তিন প্রার্থীই এবার ভোটের মাঠে রয়েছেন। সেবারের মতো এবারও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন ভোটাররা। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই আসনে বর্তমানে যেমন আওয়ামী লীগের ভোটব্যাংক রয়েছে, তেমনি রয়েছে ইসলামী আন্দোলনেরও।
একাদশ সংসদ নির্বাচনে এই আসনে লড়াইয়ে যথারীতি এগিয়ে আছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, আওয়ামী লীগের কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। নবম সংসদ নির্বাচনেও এই তিনজন অংশ নেন। সেবার বিজয়ী হন সরোয়ার, দ্বিতীয় অবস্থানে ছিলেন ফারুক শামীম এবং তৃতীয় হন ফয়জুল করীম। ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় প্রথমবারের মতো এই আসনে সংসদ সদস্য পায় আওয়ামী লীগ। তখন নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরণ।
শেয়ার করুন
সাইফুর রহমান, বরিশাল | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

বরিশাল-৫ (সদর) আসনের ভোটে আবার ফিরে এসেছে নবম সংসদ নির্বাচনের চিত্র। ২০০৮ সালের ওই নির্বাচনে অংশ নেওয়া প্রধান তিন প্রার্থীই এবার ভোটের মাঠে রয়েছেন। সেবারের মতো এবারও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন ভোটাররা। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই আসনে বর্তমানে যেমন আওয়ামী লীগের ভোটব্যাংক রয়েছে, তেমনি রয়েছে ইসলামী আন্দোলনেরও।
একাদশ সংসদ নির্বাচনে এই আসনে লড়াইয়ে যথারীতি এগিয়ে আছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, আওয়ামী লীগের কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। নবম সংসদ নির্বাচনেও এই তিনজন অংশ নেন। সেবার বিজয়ী হন সরোয়ার, দ্বিতীয় অবস্থানে ছিলেন ফারুক শামীম এবং তৃতীয় হন ফয়জুল করীম। ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় প্রথমবারের মতো এই আসনে সংসদ সদস্য পায় আওয়ামী লীগ। তখন নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরণ।