পোলিং এজেন্টদের আটকের অভিযোগ মির্জা আব্বাসের
নিজস্ব প্রতিবেদক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
দলীয় পোলিং এজেন্টদের আটকের অভিযোগ করেছেন একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী বিএনপি নেতা মির্জা আব্বাস। গতকাল বৃহস্পতিবার ঢাকা-৯ আসনে ধানের শীষের প্রার্থী স্ত্রী আফরোজা আব্বাসসহ নিজ বাসভবনে অবরুদ্ধ ছিলেন বলেও অভিযোগ করেন তিনি। এদিন বিকেলে রাজধানীর শাহজাহানপুরের বাসায় এক সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস সব ভয়ভীতি ও বাধা উপেক্ষা করে জনগণকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমার বাসায় দলীয় নেতাকর্মী তো দূরের কথা আমার কোনো আত্মীয়-স্বজন পর্যন্ত আসতে পারছেন না। ঢাকা-৮ ও ঢাকা-৯ আসনের প্রার্থীদের পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হানা দিচ্ছে। যাকে পাচ্ছে ধরে নিয়ে যাচ্ছে। না পেলে পরিবারের সদস্যদের নানা ধরনের হুমকি দিচ্ছে বিভিন্ন সংস্থার লোকেরা।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

দলীয় পোলিং এজেন্টদের আটকের অভিযোগ করেছেন একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী বিএনপি নেতা মির্জা আব্বাস। গতকাল বৃহস্পতিবার ঢাকা-৯ আসনে ধানের শীষের প্রার্থী স্ত্রী আফরোজা আব্বাসসহ নিজ বাসভবনে অবরুদ্ধ ছিলেন বলেও অভিযোগ করেন তিনি। এদিন বিকেলে রাজধানীর শাহজাহানপুরের বাসায় এক সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস সব ভয়ভীতি ও বাধা উপেক্ষা করে জনগণকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমার বাসায় দলীয় নেতাকর্মী তো দূরের কথা আমার কোনো আত্মীয়-স্বজন পর্যন্ত আসতে পারছেন না। ঢাকা-৮ ও ঢাকা-৯ আসনের প্রার্থীদের পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হানা দিচ্ছে। যাকে পাচ্ছে ধরে নিয়ে যাচ্ছে। না পেলে পরিবারের সদস্যদের নানা ধরনের হুমকি দিচ্ছে বিভিন্ন সংস্থার লোকেরা।
শেয়ার করুন