গুলশানের মঞ্জুবাড়িতে সৈয়দ হকের জন্মোৎসব
পাভেল রহমান | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
গুলশানে মঞ্জুবাড়ির প্রবেশদ্বার পেরিয়েই চোখে পড়ল ফুলে ফুলে ঢেকে যাওয়া কবি, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রতিকৃতি। তার পাশেই সেই চিরচেনা দোলনা। সেখানে সাজিয়ে রাখা হয়েছে কবির একটি স্থিরচিত্র ও তিনটি বই। এই তিনটি বইকে ঘিরেই আয়োজন করা হয়েছে সৈয়দ হকের এবারের জন্মোৎসব। গতকাল বৃহস্পতিবার ছিল কবি সৈয়দ শামসুল হকের ৮৩তম জন্মবার্ষিকী। দিনটিকে ঘিরে প্রয়াত এই লেখকের বাসভবন গুলশানের মঞ্জুবাড়িতে আয়োজন করা হয় ‘সৈয়দ শামসুল হক : ৮৩তম জন্মোৎসব’।
কবির বন্ধু-স্বজনদের উপস্থিতি ও অংশগ্রহণে আবৃত্তি, পাঠ, গান এবং নানা স্মারণিক আয়োজনের মধ্য দিয়ে বর্ণিল হয়ে ওঠে পুরো আয়োজন। কবিপতœী আনোয়ারা সৈয়দ হক জানান, প্রতিবারই কবির জন্মদিনে প্রকাশিত হয় তার নতুন বই। এবারের জন্মদিনে তাকে ছাড়াই প্রকাশ হলো তার তিনটি নতুন বই। সদ্য প্রকাশিত তিনটি বই হলো অনূদিত ইবসেন-নাটক পীরচানের পালা (চারুলিপি প্রকাশন), নির্বাচিত গল্পের সংকলন গল্পগাথা (চিত্রা প্রকাশনী) এবং সাহিত্য-কলামের সংকলন জলেশ্বরীর দিনপত্রী (অরিত্র প্রকাশনী)।
সৈয়দ হকের জন্মোৎসবের আয়োজনে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মফিদুল হক, আবুল হাসনাত, মুহাম্মদ সামাদ, এরোমা দত্ত, আসাদ মান্নান, মুস্তাফিজ শফি, আনিসুল হক, সাজ্জাদ শরিফ, মাহবুব আজিজসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ হকের সর্বাধিক নাটকের নির্দেশক মঞ্চসারথি আতাউর রহমান। সঞ্চালনা করেন কবি পিয়াস মজিদ।
শেয়ার করুন
পাভেল রহমান | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

গুলশানে মঞ্জুবাড়ির প্রবেশদ্বার পেরিয়েই চোখে পড়ল ফুলে ফুলে ঢেকে যাওয়া কবি, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রতিকৃতি। তার পাশেই সেই চিরচেনা দোলনা। সেখানে সাজিয়ে রাখা হয়েছে কবির একটি স্থিরচিত্র ও তিনটি বই। এই তিনটি বইকে ঘিরেই আয়োজন করা হয়েছে সৈয়দ হকের এবারের জন্মোৎসব। গতকাল বৃহস্পতিবার ছিল কবি সৈয়দ শামসুল হকের ৮৩তম জন্মবার্ষিকী। দিনটিকে ঘিরে প্রয়াত এই লেখকের বাসভবন গুলশানের মঞ্জুবাড়িতে আয়োজন করা হয় ‘সৈয়দ শামসুল হক : ৮৩তম জন্মোৎসব’।
কবির বন্ধু-স্বজনদের উপস্থিতি ও অংশগ্রহণে আবৃত্তি, পাঠ, গান এবং নানা স্মারণিক আয়োজনের মধ্য দিয়ে বর্ণিল হয়ে ওঠে পুরো আয়োজন। কবিপতœী আনোয়ারা সৈয়দ হক জানান, প্রতিবারই কবির জন্মদিনে প্রকাশিত হয় তার নতুন বই। এবারের জন্মদিনে তাকে ছাড়াই প্রকাশ হলো তার তিনটি নতুন বই। সদ্য প্রকাশিত তিনটি বই হলো অনূদিত ইবসেন-নাটক পীরচানের পালা (চারুলিপি প্রকাশন), নির্বাচিত গল্পের সংকলন গল্পগাথা (চিত্রা প্রকাশনী) এবং সাহিত্য-কলামের সংকলন জলেশ্বরীর দিনপত্রী (অরিত্র প্রকাশনী)।
সৈয়দ হকের জন্মোৎসবের আয়োজনে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মফিদুল হক, আবুল হাসনাত, মুহাম্মদ সামাদ, এরোমা দত্ত, আসাদ মান্নান, মুস্তাফিজ শফি, আনিসুল হক, সাজ্জাদ শরিফ, মাহবুব আজিজসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ হকের সর্বাধিক নাটকের নির্দেশক মঞ্চসারথি আতাউর রহমান। সঞ্চালনা করেন কবি পিয়াস মজিদ।