খুলনায় ৩৫ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত
সুমন্ত চক্রবর্ত্তী, খুলনা | ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা জেলার ছয়টি আসনে ৩৫ প্রার্থীর মধ্যে ২৭ জনই জামানত খুইয়েছেন। এর মধ্যে রয়েছেন ধানের শীষ প্রতীকের চার প্রার্থী। তারা নিজ আসনে প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশও পাননি।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া ফলাফল শিটে দেখা গেছে, খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে মোট দুই লাখ ১৩ হাজার ৫৮৭ ভোট পড়েছে। বিএনপি প্রার্থী কুদরতই-আমীর এজাজ খান ২৮ হাজার ৩২২ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। খুলনা-২ আসনে (সদর-সোনাডাঙ্গা) আসনে এক লাখ ৪৫ হাজার ৩২০ ভোট পড়েছে। এর মধ্যে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ২৭ হাজার ৩৭৯ ভোট পাওয়ায় তার জামানত টিকে গেছে। খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) আসনে এক লাখ ৬৭ হাজার ৩৪৯ ভোট পড়েছে। বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ২৩ হাজার ৬০৬ ভোট পাওয়ায় তারও জামানত টিকে গেছে। খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনে দুই লাখ ৪৭ হাজার ৪৬৪ ভোট পড়েছে। এর মধ্যে বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল ১৪ হাজার ১৮৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে দুই লাখ ৭২ হাজার ৩৩ ভোট পড়েছে। ধানের শীষ প্রার্থী জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ার ৩২ হাজার ৯৫৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে তিন লাখ ১১ হাজার ৪৬০ ভোট পড়েছে। এর মধ্যে ধানের শীষ প্রার্থী জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ ১৯ হাজার ২৫৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
শেয়ার করুন
সুমন্ত চক্রবর্ত্তী, খুলনা | ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা জেলার ছয়টি আসনে ৩৫ প্রার্থীর মধ্যে ২৭ জনই জামানত খুইয়েছেন। এর মধ্যে রয়েছেন ধানের শীষ প্রতীকের চার প্রার্থী। তারা নিজ আসনে প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশও পাননি।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া ফলাফল শিটে দেখা গেছে, খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে মোট দুই লাখ ১৩ হাজার ৫৮৭ ভোট পড়েছে। বিএনপি প্রার্থী কুদরতই-আমীর এজাজ খান ২৮ হাজার ৩২২ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। খুলনা-২ আসনে (সদর-সোনাডাঙ্গা) আসনে এক লাখ ৪৫ হাজার ৩২০ ভোট পড়েছে। এর মধ্যে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ২৭ হাজার ৩৭৯ ভোট পাওয়ায় তার জামানত টিকে গেছে। খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) আসনে এক লাখ ৬৭ হাজার ৩৪৯ ভোট পড়েছে। বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ২৩ হাজার ৬০৬ ভোট পাওয়ায় তারও জামানত টিকে গেছে। খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনে দুই লাখ ৪৭ হাজার ৪৬৪ ভোট পড়েছে। এর মধ্যে বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল ১৪ হাজার ১৮৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে দুই লাখ ৭২ হাজার ৩৩ ভোট পড়েছে। ধানের শীষ প্রার্থী জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ার ৩২ হাজার ৯৫৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে তিন লাখ ১১ হাজার ৪৬০ ভোট পড়েছে। এর মধ্যে ধানের শীষ প্রার্থী জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ ১৯ হাজার ২৫৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।