বিএনপি নেতাকর্মীদের হেনস্তা না করার নির্দেশ নওফেলের
চট্টগ্রাম ব্যুরো | ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে নবনির্বাচিত সাংসদ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিএনপির নেতাকর্মীদের হেনস্তা করা যাবে না। তিনি বলেন, ‘বিএনপির সমর্থকরা চেয়েছিলেন নির্বাচন করতে। কিন্তু ষড়যন্ত্রকারীরা চাননি। তারা চেয়েছিল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। তারা আগে থেকে বলেছিল, নির্বাচন আন্দোলনের অংশ। আমার প্রশ্ন, নির্বাচন আন্দোলনের অংশ হয় কী করে?
গতকাল সোমবার দুপুরে নগরের কে সি দে রোডে নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে নির্বাচন-পরবর্তী সকল ধর্মীয় প্রার্থনা শেষে এসব কথা বলেন নওফেল।
২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন চালিয়েছিল উল্লেখ করে নওফেল আরো বলেন, ‘বিজয়ের পর এখন আওয়ামী লীগের মূল কাজ দেশের উন্নয়ন এবং ইশতেহার বাস্তবায়ন করা। আমরা জননেত্রী শেখ হাসিনার সুশৃঙ্খল কর্মীবাহিনী। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নেত্রীর নির্দেশ পালন করব। কোথাও যেন কোনো ধরনের নাশকতা-সহিংসতা না হয়। একইভাবে আবেগ-উচ্ছ্বাসের বাড়াবাড়িও যেন না হয়। অপর পক্ষকে যেন কোথাও কোনোভাবে হেনস্তা করা না হয়।’ এর আগে নবনির্বাচিত সাংসদ নওফেল তাঁর নির্বাচনী কার্যালয়ে এলে নেতাকর্মী ও সমর্থকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
শেয়ার করুন
চট্টগ্রাম ব্যুরো | ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে নবনির্বাচিত সাংসদ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিএনপির নেতাকর্মীদের হেনস্তা করা যাবে না। তিনি বলেন, ‘বিএনপির সমর্থকরা চেয়েছিলেন নির্বাচন করতে। কিন্তু ষড়যন্ত্রকারীরা চাননি। তারা চেয়েছিল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। তারা আগে থেকে বলেছিল, নির্বাচন আন্দোলনের অংশ। আমার প্রশ্ন, নির্বাচন আন্দোলনের অংশ হয় কী করে?
গতকাল সোমবার দুপুরে নগরের কে সি দে রোডে নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে নির্বাচন-পরবর্তী সকল ধর্মীয় প্রার্থনা শেষে এসব কথা বলেন নওফেল।
২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন চালিয়েছিল উল্লেখ করে নওফেল আরো বলেন, ‘বিজয়ের পর এখন আওয়ামী লীগের মূল কাজ দেশের উন্নয়ন এবং ইশতেহার বাস্তবায়ন করা। আমরা জননেত্রী শেখ হাসিনার সুশৃঙ্খল কর্মীবাহিনী। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নেত্রীর নির্দেশ পালন করব। কোথাও যেন কোনো ধরনের নাশকতা-সহিংসতা না হয়। একইভাবে আবেগ-উচ্ছ্বাসের বাড়াবাড়িও যেন না হয়। অপর পক্ষকে যেন কোথাও কোনোভাবে হেনস্তা করা না হয়।’ এর আগে নবনির্বাচিত সাংসদ নওফেল তাঁর নির্বাচনী কার্যালয়ে এলে নেতাকর্মী ও সমর্থকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।