রাজশাহীতে চার এমপির হ্যাট্রিক, মনসুরের চমক
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০
রাজশাহীর সংসদীয় ছয়টি আসনের সবক’টিতেই নৌকা প্রতীকের প্রার্থী জয়লাভ করেছেন। আবার বিজয়ী হয়ে হ্যাট্রিক করলেন বর্তমান চার সাংসদ। এরা হলেন রাজশাহী-১ আসনের প্রার্থী ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-২ (সদর) আসনে ফজলে হোসেন বাদশা, রাজশাাহী-৪ (বাগমারা) আসনে ইঞ্জিনিয়ার এনামুল হক এবং রাজশাহী-৬ আসনে শাহরিয়ার আলম। দ্বিতীয়বারের মতো এমপি হলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দীন। আর প্রথমবার প্রার্থী হয়েই চমক দেখালেন রাজশাহী-৫ আসনের ডা. মনসুর রহমান।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৩ হাজার ৪৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ব্যারিস্টার আমিনুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯৮ ভোট। রাজশাহী-২ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। বাদশা পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৪৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মিজানুর রহমান মিনু পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৩২৭ ভোট।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আয়েন উদ্দিন নৌকা প্রতীকে ২ লাখ ১১ হাজার ৩৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৮০৬ ভোট। রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক (নৌকা) প্রতীকে ১ লাখ ৯০ হাজার ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবু হেনা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ১৫৭ ভোট।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক ডা. মনসুর রহমান নৌকা প্রতীকে ১ লাখ ৮৭ হাজার ৩৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৬৮৭ ভোট। রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ২ লাখ ৬০ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুস সালাম সুরুজ (হাতপাখা) প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৪৩২ ভোট।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০

রাজশাহীর সংসদীয় ছয়টি আসনের সবক’টিতেই নৌকা প্রতীকের প্রার্থী জয়লাভ করেছেন। আবার বিজয়ী হয়ে হ্যাট্রিক করলেন বর্তমান চার সাংসদ। এরা হলেন রাজশাহী-১ আসনের প্রার্থী ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-২ (সদর) আসনে ফজলে হোসেন বাদশা, রাজশাাহী-৪ (বাগমারা) আসনে ইঞ্জিনিয়ার এনামুল হক এবং রাজশাহী-৬ আসনে শাহরিয়ার আলম। দ্বিতীয়বারের মতো এমপি হলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দীন। আর প্রথমবার প্রার্থী হয়েই চমক দেখালেন রাজশাহী-৫ আসনের ডা. মনসুর রহমান।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৩ হাজার ৪৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ব্যারিস্টার আমিনুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯৮ ভোট। রাজশাহী-২ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। বাদশা পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৪৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মিজানুর রহমান মিনু পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৩২৭ ভোট।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আয়েন উদ্দিন নৌকা প্রতীকে ২ লাখ ১১ হাজার ৩৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৮০৬ ভোট। রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক (নৌকা) প্রতীকে ১ লাখ ৯০ হাজার ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবু হেনা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ১৫৭ ভোট।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক ডা. মনসুর রহমান নৌকা প্রতীকে ১ লাখ ৮৭ হাজার ৩৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৬৮৭ ভোট। রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ২ লাখ ৬০ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুস সালাম সুরুজ (হাতপাখা) প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৪৩২ ভোট।