ইসিতে খোকন
এই ভোট জাতির সঙ্গে প্রতারণা
| ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০
নির্বাচন কমিশন (ইসি) সরকারের সঙ্গে আঁতাত করে ভোটার ও জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন খোকন। গতকাল সোমবার ইসিতে অনিয়মের লিখিত অভিযোগ করে নোয়াখালী-১ আসনে পুনঃভোটের আবেদন করেন তিনি।
খোকন বলেন, ‘নির্বাচন কমিশন সরকারের সঙ্গে আঁতাত করে নোয়াখালী-১ আসনসহ সারা দেশে ভোটার ও জাতির সঙ্গে প্রতারণা করেছে।’ বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী নোয়াখালী-১ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের এইচ এম ইব্রাহিম পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবউদ্দিন খোকন পেয়েছেন ১৪ হাজার ৮৬২ ভোট।
অন্যদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ইসিতে লিখিত আবেদন করে ফল স্থগিত রাখার দাবি জানান। জাপার লাঙ্গল প্রতীকের গোলাম কিবরিয়া টিপুর কাছে প্রায় সাড়ে ৭ হাজার ভোটে হেরেছেন তিনি।
বরিশাল বিভাগে জামানত টিকিয়ে রাখা বিএনপির একমাত্র প্রার্থী জয়নুল আবেদীন। তিনি বলেন, ‘বরিশাল-৩ আসনে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১২০টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয়। বাকি ১৪ কেন্দ্রে ব্যাপক কারচুপি করে আমার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।’
শেয়ার করুন
| ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০

নির্বাচন কমিশন (ইসি) সরকারের সঙ্গে আঁতাত করে ভোটার ও জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন খোকন। গতকাল সোমবার ইসিতে অনিয়মের লিখিত অভিযোগ করে নোয়াখালী-১ আসনে পুনঃভোটের আবেদন করেন তিনি।
খোকন বলেন, ‘নির্বাচন কমিশন সরকারের সঙ্গে আঁতাত করে নোয়াখালী-১ আসনসহ সারা দেশে ভোটার ও জাতির সঙ্গে প্রতারণা করেছে।’ বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী নোয়াখালী-১ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের এইচ এম ইব্রাহিম পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবউদ্দিন খোকন পেয়েছেন ১৪ হাজার ৮৬২ ভোট।
অন্যদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ইসিতে লিখিত আবেদন করে ফল স্থগিত রাখার দাবি জানান। জাপার লাঙ্গল প্রতীকের গোলাম কিবরিয়া টিপুর কাছে প্রায় সাড়ে ৭ হাজার ভোটে হেরেছেন তিনি।
বরিশাল বিভাগে জামানত টিকিয়ে রাখা বিএনপির একমাত্র প্রার্থী জয়নুল আবেদীন। তিনি বলেন, ‘বরিশাল-৩ আসনে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১২০টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয়। বাকি ১৪ কেন্দ্রে ব্যাপক কারচুপি করে আমার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।’